Thursday, December 18, 2025

সমর্থন নেই, হাজরা মোড়ে পুলিশের ধস্তাধস্তি করেই রণে ভঙ্গ তালিকায় নাম না-থাকাদের

Date:

Share post:

ওএমআরে গলদ। তালিকায় নাম নেই। এখন দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসির চাকরিহারারা। ঘোষিত কর্মসূচিতে দিঘায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও সোমবার তাঁর হস্তক্ষেপ চেয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাড়ির সামনেও অবস্থানের পরে এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দেন তালিকার নাম না থাকা শিক্ষকরা। যতীন দাস পার্কের কাছে হাজরা মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশের গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।

এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে যাঁদের ওএমআর শিট নিয়ে সমস্যা নেই তাঁদের ফের কাজে যোগ দিতে বলেছে শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা কাজের সুযোগ এবং বেতন পাবেন। কিন্তু ওএমআরে গন্ডগোল থাকায় বেশ কিছুজনের নাম বাদ পড়েছে। তাঁরাই এখন চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও এসএসসি নতুন যে তালিকা ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই তাঁদের। বাদ পড়েছে ১৮০৩ জনের। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন।” তাঁরা এই বিষয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন।

কারও চাকরি যাক চান না মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য। সেই মামলার নিষ্পত্তি নেওয়া পর্যন্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তাঁদের আন্দোলনে যে সমর্থন নেই, সেটা বুঝতে পেরেই শুধু অশান্তি সৃষ্টি করে রণে ভঙ্গ দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন- বড় পদক্ষেপ রাজ্যের! ৭৪৪টি উপস্বাস্থ্য কেন্দ্র উন্নীত হচ্ছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...