গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল ও বাইককে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার খাঁপাড়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে (NH 16)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল না মেনে বেপরোয়াভাবে ছুটছিল ঝিখিরা-হাওড়া রুটের (Jhikhira – Howrah) একটি বেসরকারি বাস। খাঁপাড়া মোড়ে ট্র্যাফিক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যেতে গিয়ে সামনে দুটো সাইকেলে এবং দুটি বাইককে পরপর ধাক্কা মারে। গুরুতর আহত হন ৬ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে এক মহিলা-সহ তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের যথাযথ নজরদারি না থাকার কারণে বেশিরভাগ সময় সিগন্যাল নামে নেই গাড়ির দৌরাত্ম্য চলে। এই ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–