Saturday, November 8, 2025

পোপ ফ্রান্সিসের উত্তরসূরী নির্বাচনে ৭ মে থেকে কনফ্লেভ শুরুর ঘোষণা ভ্যাটিকানে 

Date:

Share post:

প্রয়াত পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরুর তারিখ ঘোষণা হল ভ্যাটিকানে (Vatican)। গত ২৮ এপ্রিল (সোমবার) রোমে ক্যাথলিক কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে (Catholic cardinals meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৭ মে (বুধবার) থেকে কনক্লেভ আয়োজিত হবে । সারা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এতে অংশ নেবেন এবং তাঁদের মতামত জানাবেন। এই ভোটের ভিত্তিতেই ১.৪ বিলিয়ন সদস্যের চার্চের পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণ করা হবে।

১৬ শতকের সিস্টিন চ্যাপেল সোমবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখানেই কনক্লেভ সংক্রান্ত বৈঠক হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি (Matteo Bruni) জানিয়েছেন, কার্ডিনালরা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় (St Peter’s Basilica) একটি প্রার্থনায় অংশ নেবেন, এরপর যাঁরা ভোটার বলে গণ্য হবেন তাঁদের সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালট (Secret Ballot) প্রক্রিয়ায় সামিল হতে হবে। সোমবার বৈঠকে কার্ডিনাল সংক্রান্ত একাধিক বিষয়ের আলোচিত হয়। পোপ ফ্রান্সিস মায়ানমার, হাইতি এবং রুয়ান্ডার মতো এমন স্থান থেকে কার্ডিনাল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন যেখানে কখনও কার্ডিনাল ছিলেন না। সোমবার সুইডিশ কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস (Swedish Cardinal Anders Arborelius) বলেন যে, প্রয়োজনে এই কনক্লেভ আরও বেশি সময় নিতে পারে তাতে একে অন্যকে বুঝতে সুবিধা হবে। কারণ পোপ ফ্রান্সিসের নিয়োগ করা অনেক কার্ডিনাল আগে কখনও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সেক্ষেত্রে কোন তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেই মত প্রকাশ করেন অ্যান্ডার্স। প্রাথমিকভাবে মে মাসের ৬ তারিখ থেকে কনক্লেভ শুরুর চিন্তাভাবনা থাকলেও, ভোটের আগে কার্ডিনালরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একদিন অতিরিক্ত সময় হাতে রেখেছেন বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...