Tuesday, May 20, 2025

কাশ্মীর শান্ত দেখাতে মোদির চেষ্টা ব্যর্থ! বন্ধ হল প্রায় ৫০ পর্যটনকেন্দ্র

Date:

Share post:

প্রকাশ্যে সেনা অভিযান থেকে সেনার তল্লাশির ছবি ভিডিও তুলে ধরে সাধারণ পর্যটকদের জন্য এখনও সুরক্ষিত কাশ্মীর ও তার প্রতিটি উপত্যকা। এমনটা ভারতীয় সেনাই সোশ্যাল মিডিয়ায় তুলে জাহির করেছিল। পহেলগাম হামলা (Pahalgam attack) এমনিতেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ফাঁপা চেহারাটা প্রকাশ্যে এসে পড়েছে। হামলার সাতদিনে পরেও কোনও হদিশ নেই হামলাকারীদের। এই পরিস্থিতিতে কাশ্মীর যে পর্যটকদের জন্য নিরাপদ নয়, তেমনটাই দাবি কেন্দ্রের গোয়েন্দা দফতরের (intelligence department)। কাশ্মীর প্রশাসনকে সেই সব স্থান পর্যটকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

কাশ্মীর নিরাপদ, সেখানে সকলকে যাওয়ার জন্য একদিন আগেই প্রচার করেছিলেন বলিউড অভিনেতা অতুল কুলকার্নি (Atul Kulkarni)। ঠিক তারপরই কাশ্মীরে বন্ধ করে দেওয়া হল ৪৫ থেকে ৪৮ টি পর্যটনকেন্দ্র। পহেলগামের পর আরও একাধিক পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলার খবর পেয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের স্লিপার সেলগুলিকে (sleeper cell) সক্রিয় করেছে পাকিস্তান। সেই খবরের পরই কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে প্রায় ৫০টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার।

কোন পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে
ইউসমার্গ, তৌসি ময়দান, দুধপাথরি, আহরওয়াল, কৌসরনাগ, বাঙ্গাস, কারিওয়ান ডাইভার চান্দিগ্রাম, বাঙ্গাস ভ্যালি, উলার, রামপোরা, রাজপোরা, চিয়ারহড়, মুন্দিজ হাম্মাম মার্কুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, ভিজিটপ, সান টেম্পল, ভেরিনাগ গার্ডেন, সিনথান টপ, মার্গানটপ, আকাড় পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবাড়েশি, রিঙ্গাওয়ালি, গোগালদাড়া, বাদেরকোটে, শ্রুঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাঙ্গারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়াড়ি, রাজরি কাদাল হোটেল কানাজ, আলি কাদাল জে জে ফুড রেস্তোরাঁ, আইভরি হোটেল, পারশাপাল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, চেরি ট্রি রিসোর্ট, নর্থ ক্লিফ ক্যাফে অ্যান্ড রিট্রিট বাই স্টে প্যাটার্ন, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসোর্ট (ডারা), আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ পারাগ্লাইডিং , মামনেথ অ্যান্ড মহাদেব হিলস, বুদ্ধিস্ট মনাস্ট্রে, দাচিগাম-বেঅন্ড ট্রাউট ফার্ম/ফিসারিস ফার্ম, আস্তানপোরা , লাচপাত্রি, হাং পার্ক, নারাং

গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত মঙ্গলবার পহেলগামের ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। ৪০ রাউন্ড গুলি চলেছিল। হামলার দায় নিয়েছিল লস্করের শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে পুরোপুরি গোয়ন্দা ব্যর্থতা মেনে নিয়েছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবার গোয়েন্দাদের উপরই নির্ভর করে পর্যটকস্থানে পর্যটকদের যাওয়ায় লাগাম টানার প্রক্রিয়া শুরু।

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...