Friday, November 14, 2025

ধীরজের পাশে দাঁড়িয়ে হারের কারণ দর্শালেন মোহনবাগান কোচ

Date:

গোয়ার(FC Goa) বিরুদ্ধে হারের। সকলেই যখন ধীরজ সিংয়ের(Dheeraj Singh) সমালোচনার মুখর সেই সম. তাঁর পাশেই দাঁড়াচ্ছেন সবুজ-মেরুন(MBSG) কোচ বাস্তব রায়(Bastab Roy)। গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেও, এদিন দুটো গোলই কার্যত তাঁর ভুলেই হজম করতে হয়েছে মোহনবাগানকে(MBSG)। তবে ধীরজকে কিন্তু দোষ দিতে নারাজ বাস্তব রায়। বরং এমনটা হতে পারে বলেই মনে করছেন তিনি।

মোহনবাগান কোচ এই প্রসঙ্গে জানাচ্ছেন, “গত ম্যাচেই আমাদের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন ধীরজ সিং। কারোর প্রত্যেকটা দিনই সমান যায় না। এমনটা হতেই পারে”।

মোহনবাগানের হারের কারণ অবশ্য অন্যকিছু। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ। তাঁর মতে অভিজ্ঞতাই এদিন তাদের হারের পিছনে অন্যতম কারণ। গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াইটা তাঁর দলের ফুটবলাররা করতে পারেননি বলেই মনে করছেন বাস্তব রায়(Bastab Roy)।

তিনি জনিয়েছেন, “এদিন আমরা এগিয়ে গোল খেয়ে লড়াইয়ে ফিরলেও, দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল খেয়ে যাওয়াটাই আনাদের পিছিয়ে দিয়েছিল। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই করতে পারেননি ফুটবলাররা। অনভিজ্ঞতার কারণেই এমনটা হয়েছে। তবে এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করে শিখবেন ফুটবলাররা”।

আইএসএল শিল্ড এবং ট্রফি জেতার সুপার কাপ নিয়েও আশাবাদী ছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে শেষপর্যন্ত আর সেটা হল না। দ্বিমুকুটেই এই মরসুম শেষ করতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version