Thursday, November 13, 2025

দিঘার জগন্নাথধামের উদ্বোধন! জেলায়-জেলায় জায়ান্ট স্ক্রিনে পুণ্যলগ্নের সাক্ষী থাকল বাংলা 

Date:

রীতি-নিয়ম মেনে মহা সমারোহে উদ্বোধন হল দিঘার জগন্নাথধামের। তৈরি হল এক নৈসর্গিক পরিবেশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা পেল নতুন তীর্থক্ষেত্র। গোটা বাংলাজুড়ে ব্লকে ব্লকে সম্প্রচারিত হল সেই অনুষ্ঠান। জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল গোটা বাংলার মানুষ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাজুড়ে হল শোভাযাত্রা।

বুধবার অক্ষয়তৃতীয়ার পুণ্যলগ্নে জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন পর্ব চলছে, তখন রায়গঞ্জে বিধান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা সভাধিপতি পম্পা পাল, জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক-সহ অন্যরা। জলপাইগুড়িতে খোল, করতাল, মৃদঙ্গের সুরে শোভাযাত্রা হয়। পা মেলান মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, জেলাশাসক শামা পারভিন, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়-সহ বিশিষ্টরা। আলিপুরদুয়ারে মুল সড়কে বসানো হয় জগন্নাথধামের একাধিক তোরণ। শহরের গুরুত্বপূর্ণ ছ’টি জায়গায় জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হয়েছে। হাওড়ার শরৎ সদনে দিঘার অনুষ্ঠান সরাসারি সম্প্রচারে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নন্দিতা চৌধুরি-রা।

বাদুড়িয়াতেও এই ঐতিহাসিক পুণ্যমুহূর্তকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিমের উদ্যোগে একাধিক  জায়গায় সাধারণ মানুষের জন্য লাইভ টেলিকাস্টিং দেখার ব্যবস্থা-সহ ভোগ খিচুড়ির আয়োজন করা হয়। বনগাঁয় পথযাত্রীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ। নববারাকপুরে   সার্বজনীন কালী মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ নিয়ে রথে চড়ে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের একঝাঁক পুর প্রতিনিধি। এছাড়াও জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে দিঘার জগন্নাথধামের উদ্বোধন দেখেন বাংলার মানুষজন।

আরও পড়ুন – জনসমুদ্রে বাঁধভাঙা উচ্ছ্বাস, জগন্নাথধামের দ্বার খুলতেই ঢল নামল ভক্তদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version