কলকাতার বড়বাজার এলাকার বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঋতুরাজ হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘা থেকে অনবরত ফোনে যোগাযোগ রেখেছেন মেয়র এবং পুলিশ কমিশনারের সঙ্গে। ইতিমধ্যে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের মধ্যে দুই নাবালক এবং মহিলাও রয়েছেন। এবার এই ঘটনায় কলকাতা পুলিশ (Kolkata Police) ও পুরসভাকে (KMC) তদন্তের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মমতা।

সৈকত নগরী দিঘায় জগন্নাথ ধাম (Jagannath Dham, Digha) উদ্বোধনের জন্য সোমবার থেকেই সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা অগ্নিকাণ্ডের খবর মিলতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর নির্দেশ মতোই বুধবার ভোররাত তিনটে পর্যন্ত রাজ্যের দুই মন্ত্রী এবং পুলিশ কমিশনার ঘটনাস্থলে ছিলেন বলে জানা যায়। প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সকালে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেলে (ঋতুরাজ) অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি সমব্যথী। আমি সারা রাত ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান পর্যবেক্ষণ করেছি এবং এলাকায় সর্বাধিক দমকল বাহিনীকে মোতায়েন করেছি। ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে শেষ পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ সবশেষে মৃত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

My heart goes out to the victims of the fire incident that took place at a private hotel (Rituraj) in Burra Bazar area.
I monitored the rescue and fire fight operations throughout the night and mobilised maximal fire brigade services in the area. 14 died eventually in total…
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2025
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় সিট (SIT) গঠন করা হয়েছে এবং আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। মেয়র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। স্থানীয়রা অনেকেই বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সরকারি সূত্রে ১৪ জনের মৃত্যুর খবর মিললেও অসমর্থিত সূত্রের খবর বুধের সকালের আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আটজনের দেহ শনাক্ত করা গেছে। ১৩ জন আহতের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন ভর্তি রয়েছেন। দমকলের দশটি ইঞ্জিনের রুদ্ধশ্বাস অভিযানে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে বলে খবর।

–

–

–

–

–

–

–

–

–

–
