আইলিগ-২ চ্যাম্পিয়ন DHFC: বিজয় উৎসব ডায়মন্ড হারবারে

Date:

Share post:

আইলিগ-২(Ileague2) চ্যাম্পিয়ন হয়ে এবার আইলিগে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। সেই চ্যাম্পিয়নদের নিয়েই এবাসর বিজয় উৎসবে মেতেছে গোটা ডায়মন্ড হারবার। মাত্র তিন বছরের মধ্যে আকাশছোঁয়া সাফল্য। আর ডায়মন্ড হারবার এফসিকে(DHFC) নিয়ে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসীও। এদিন ডায়মন্ড হারবারের এফসির প্রতিনিধিদের এদিন ডায়মন্ড হারবারের একাধিক ক্লাবের তরফ থেকে সংবর্ধিত করা হয়। এমন একটা সাফল্যে উৎফল্লিত গোটা ডায়মন্ড হারবার শহর।

মাত্র তিন বছরে সিএফএল থেকে আইলিগের মঞ্চে। এ যেন সত্যিই এক স্বপ্নের দৌঁড় দৌড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তবে লক্ষ্যটা এখনও পূরণ হয়নি। আইএসএলে পৌঁছনোই এই মুহূর্তে পাখির চোখ ডিএইচএফসির(DHFC)। এদিন আইলিগ-২ চ্যাম্পিয়ন ট্রফি ডায়মন্ড হারবার শহরও পরিক্রমা করা হয়।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উদ্যোগে এই ফুটবল টিম তৈরি হয়েছিল। যেখানে যুবক ছেলেরা মূলত যারা ফুটবল প্র্যাকটিস করে, সেইসব ফুটবলারদের মধ্যে উদীয়মান ফুটবল প্লেয়ার কে বেছে নিয়ে এই টিম তৈরি করা হয়েছিল। ডায়মন্ড হারবার শহরে একাধিক ক্লাবের পক্ষ থেকে যে ফুটবল কোচিং করানো হতো সেই সব ফুটবল কোচিং ক্যাম্প থেকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য আরো ভালো খেলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা সিদ্ধান্ত নিয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল টিম। আর সেই মতন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা থেকে একাধিক ফুটবলার নিয়ে এবারে আই লিগ টু-এর জন্য দল তৈরি হয়েছিল। সেই ডায়মন্ড হারবার এফসিই এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন।

এদিন ডায়মন্ড হারবার শহরে একাধিক ক্লাবের মাঠে ডায়মন্ড ক্লাবের জার্সি পরা প্লেয়াররা ও ফুটবল দলের নানান ছবি নিয়ে আনন্দ করেন করেন। এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ও ডায়মন্ডহারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ও ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ ডায়মন্ডহারবার টাউন সভাপতি সৌমেন তরফদার ও যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল, ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন সহ ফুটবল প্রেমিকরা।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...