শান্তি চাই, মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক সেটা চাই না! আবেগপ্রবণ নিহত বিনয় নরওয়ালের স্ত্রী

পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিনে, তাঁর স্ত্রী হিমাংশী নারওয়াল শান্তি ও ঐক্যের জন্য আন্তরিক আবেদন জানান।

গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ২৬ জনের মধ্যে বিনয় নরওয়ালও ছিলেন। বিনয় হরিয়ানার কারনাল জেলার ভুসলি গ্রামের বাসিন্দা ছিলেন। তার পরিবার ওই শহরে থাকত। ভারতীয় নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি এবং হিমাংশি ১৬ই এপ্রিল মুসৌরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিনয় এবং হিমাংশি নারওয়াল ইউরোপে মধুচন্দ্রিমার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভিসা দেরি হওয়ায় এবং বিনয়ের কাজের ব্যস্ততার কারণে তারা জম্মু ও কাশ্মীরের পরিকল্পনা করেছিলেন।

বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিন উপলক্ষে, হরিয়ানার কারনালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন নৌবাহিনীর এই কর্মকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় নরওয়ালের মা এবং স্ত্রী হিমাংশি কান্নায় ভেঙে পড়েন। এই শিবিরটি ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট নামের এক এনজিও দ্বারা আয়োজিত হয়েছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুগ্রামের পিএইচডি স্কলার হিমাংশী নরওয়াল বলেন, “আমি শুধু চাই পুরো জাতি তাঁর জন্য প্রার্থনা করুক, তিনি যেখানেই থাকুন না কেন, সকলের ভালোবাসায় সুস্থ এবং সুখী থাকুক।” তিনি কোনও বিশেষ সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ না করার উপর জোর দিয়ে বলেন, “আমরা চাই না যে মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক। আমরা শান্তি চাই। তবে অবশ্যই, আমরা এমন নারকীয় ঘটনার ন্যায়বিচার চাই।”

আরও পড়ুন- মন্দির খোলার তিন ঘণ্টার মধ্যে দু’লক্ষাধিক দর্শনার্থী! জগন্নাথধামের সুষ্ঠু ব্যবস্থাপনায় খেয়াল রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_