প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে ড্রেক প্যাসেজে (Drake passage) সমুদ্রের গভীরে প্রবল ভূমিকম্প। যার জেরে কেঁপে উঠল চিলি (Chile), আর্জেন্টিনা-সহ (Argentina) প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপ। ভূমিকম্পের (earthquake) তীব্রতা ছিল ৭.৪। আর এই ভূমিকম্পের পরেই ড্রেক প্যাসেজ সংলগ্ন এলাকায় জারি হয় সুনামির সতর্কতা (Tsunami alert)। বিভিন্ন শহরে বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার ড্রেক প্যাসেজের (Drake passage) ৪৮ কিলোমিটার সমুদ্রের গভীরে ভূমিকম্প (earthquake) অনুভূত হয়। তার প্রভাবে চিলির ম্যাগেলানস, আর্জেন্টিনার পুয়ের্তো উইলিয়ামস, ইউসাইয়া এলাকায় কম্পন অনুভূত হয়। তার মাত্রা রিখটার স্কেলে ৭.৪ ছিল। এইসব এলাকায় জারি হয়েছে সুনামির সতর্কতা (Tsunami alert)। কয়েক হাজার মানুষকে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে দেখা যায় শুক্রবারই।
–

–

–

–

–

–

–

–

–

–

–

–
