Monday, December 8, 2025

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

Date:

Share post:

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। কিন্তু তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে রিষড়ার (Rishra) বাড়িতে। ইতিমধ্যে রাজস্থানে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার এক পাক রেঞ্জার (Pak ranger)। এই গ্রেফতারিতে পূর্ণমের মুক্তি সুবিধাজনক হবে বলে মনে করছেন স্ত্রী রজনী। যদিও এর মধ্যে রাজনৈতিক চক দেখছে বিরোধীরা।

পহেলগাম জঙ্গি হামলাকে (Pahalgam attack) ধর্মীয় তাস হিসাবে ব্যবহার করে বিহার নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা চালিয়েছিল বিজেপি। হামলার বারো দিন পরেও ভারতের পক্ষে কোনও সদর্থক পদক্ষেপ না থাকায় বিজেপির চাল কার্যত মাঠে মারা গিয়েছে। তারই মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো পাকিস্তানের হাতে বন্দি হয়েছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। বারবার পাকিস্তানের সঙ্গে বৈঠক করেও তাকে ছাড়িয়ে আনতে পারেনি নরেন্দ্র মোদি সরকার। এরপরেও সেনাবাহিনীর উপরই ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই পরিবারের কাছে।

পুর্ণম কুমারের অন্তঃসত্তার স্ত্রী রজনী স্বামীকে ফিরিয়ে আনার জেদ নিয়ে ফিরোজপুর সীমান্তে গিয়েছিলেন। কথা হয়েছে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও। তারা এখনও শুধু ধৈর্য্য ধরার বাণীই দিয়েছেন রজনীকে। তবে এবার এক পাক রেঞ্জারের (Pak ranger) ভুলে নিজের স্বামীকে ফিরে পাওয়ার ক্ষেত্রে আসার আলো দেখছেন তিনি। জানাচ্ছেন, তিনি আশাবাদী তার স্বামী ফিরবেন। পাক রেঞ্জারের বন্দী হওয়ার ঘটনায় সেই আশার আলো আরও উজ্জ্বল হয়েছে।

যদিও রাজনীতিকদের দাবি পূর্ণম কুমারের মুক্তিকে ফের একবার নির্বাচনে কাজে লাগাতে পারে বিজেপি। শেষ পর্যন্ত বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে পূর্ণমকে ফিরিয়ে কৃতিত্ব জাহির করে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা হতে পারে, এমনটাও দাবি করছেন রাজনীতিকরা।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...