Friday, November 14, 2025

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

Date:

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। এমএস ধোনি এদিন একটা চেষ্টা করলেও ফের একবার ব্যর্থ ফিনিশার হয়ে উঠতে। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) কাছে ২ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে আরও একটা ম্যাচ জিতে প্লেঅফ কার্যত পাকা করেই ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেভাবে এবার বিরাট কোহলিরা(Virat Kohli) খেলছে, তাতে তাদের যে সকলে তাদেরকে এবার জয়ের অন্যতম দাবীদার মনে করছে তা বলার অপেক্ষা রাখে না।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি(MS Dhoni)। ওপেনিংয়েই বিরাট কোহলি(Virat Kohli) ও জেকব বেথেলের ৯৭ রানের পার্টনারশিপ। বিরাট কোহলি করেছেন ৩৩ বলে ৬১ রান। তবে ওপেনিংয়ের দুই ব্যাটার ফেরার পরই আরসিবির ব্যাটিং লাইনআপ খানিকটা সমস্যায় পড়েছিল। শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের ঝোরো ইনিংসেই ২০০ রানের গন্ডী পার করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেফার্ড(Romario Shepherd)। আর তাতেই কার্যত বাজিমাত।

আরসিবির ২১৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালভাবেই করেছিল চেন্নাই সুপার কিংস। আয়ূশ মার্তের ৯৪ রানের ইনিংসে একসময় খানিকটা চাপে পড়ে গিয়েছিল আরসিবি। কিন্তু এরপরই ম্যাচের মোর ঘুরিয়ে দেন লুঙ্গি এনগিডি। আয়ূশের পাশাপাশি স্যাম কারানকেও সাজঘরে ফিরিয়ে দেন তিনি। যদিও রবীন্দ্র জাদেজা শেষপর্যন্ত ক্রিজে ছিলেন।

৭৭ রানের ইনিংসও খেলেন তিনি। তাঁর সঙ্গে ধোনির কয়েকটা বড় শট চেন্নাই সমর্থকদের আশাও জাগিয়েছিল। কিন্তু যশ দয়ালের কাছেই আটকে যান তিনি। সেইসঙ্গে চেন্নাইয়েরও সমস্ত আশা শেষ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version