Thursday, January 15, 2026

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

Date:

Share post:

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে দিয়েছেন। এক বিদেশিনীর সঙ্গেই প্রেমের সম্পর্ক বেঁধেছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এবার গব্বর নিজেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। আইরিশ তরুণী সোফি শাইনের(Sophie Shine) সঙ্গেই নতুন রাস্তায় চলা শুরু ধওয়ানের। যেখানে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গীনিরা সেলিব্রিটি কিংবা বিখ্যাত, ধওয়ান(Shikhar Dhawan) কিন্তু অন্য পথেই হেঁটেছেন। সোফি শাইনের সেরকম কোনও ব্যাকগ্রাউন্ডই কিন্তু নেই।

গত বছরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন শিখর ধওয়ান(Shikhar Dhawan)। তবে সেটা ছিল তাঁর ডিভোর্স নিয়ে। নানান কথাই শোনা গিয়েছিল। ধওয়ানও নানান কথা বলেছিলেন। শেষপর্যন্ত সেই সম্পর্কে ইতি টেনেছিলেন ধওয়ান ও তাঁর স্ত্রী। নতুন বছরে ফের একবার ভাইরাল শিখর ধওয়ান। এবার অবশ্য অন্য কারণ। নতুন সম্পর্কে জড়িয়েছেন গব্বর। আইরিশ তরুণী সোফি শাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে শিখর ধওয়ান। আর সেই থেকেই সোফি শাইনকে নিয়ে ধওয়ান ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।

জানেন কী করেন এই সোফি শাইন। কোথায় পড়াশোনা করেছেন। এই মুহূর্তে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের সহ সভাপতির পদে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের ক্যাস্টেলরয় কলেজ থেকে পাশ করেছেন। মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিগ্রী রয়েছে লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। প্রোডাক্ট কনসালটেন্ট হিসাবেই কাজ করেন তিনি। সেই সোফির হাতই এবার ধরেছেন গব্বর। যদিও তাদের পরিচয় কীভাবে হয়েছে তা নিয়ে অবশ্য কিছু জানাননি শিখর ধওয়ান।

কিন্তু এই নতুন জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। আইপিএলের ম্যাচ থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যাচ্ছে শিখর ধওয়ান ও সোফি শাইনকে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...