Sunday, November 16, 2025

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

Date:

Share post:

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের খবর, সেখানে সম্প্রতি ঘটে যাওয়া হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন।

এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের তরফেও প্রস্তুতি তুঙ্গে। ধুলিয়ানে কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সোজা সুতির ছাবঘাটি ময়দানে পৌঁছে একটি প্রশাসনিক জনসভায় অংশ নেবেন। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে উপহার তুলে দেওয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রে খবর, সভাস্থলে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা জুড়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং তোরণ দিয়ে সাজানো হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ‘‘যদিও প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত এখনও আমাদের জানানো হয়নি, তবু নেত্রী হিসেবে তাঁকে অভ্যর্থনা জানাতে দলীয় উদ্যোগে কোনও খামতি রাখা হবে না।’’

রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘জেলায় যারা অশান্তি ছড়িয়েছে, সেই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই নেত্রী আসছেন।’’

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, মুখ্যমন্ত্রী জেলার ২৬টি ব্লক এবং ৮টি পুরসভার উন্নয়নের বার্তা নিয়েই আসছেন। এই সভায় অংশ নিতে সাংগঠনিক জেলার অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক সুতিতে যাবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন – পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...