Wednesday, August 27, 2025

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

Date:

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের খবর, সেখানে সম্প্রতি ঘটে যাওয়া হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন।

এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের তরফেও প্রস্তুতি তুঙ্গে। ধুলিয়ানে কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সোজা সুতির ছাবঘাটি ময়দানে পৌঁছে একটি প্রশাসনিক জনসভায় অংশ নেবেন। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে উপহার তুলে দেওয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রে খবর, সভাস্থলে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা জুড়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং তোরণ দিয়ে সাজানো হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ‘‘যদিও প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত এখনও আমাদের জানানো হয়নি, তবু নেত্রী হিসেবে তাঁকে অভ্যর্থনা জানাতে দলীয় উদ্যোগে কোনও খামতি রাখা হবে না।’’

রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘জেলায় যারা অশান্তি ছড়িয়েছে, সেই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই নেত্রী আসছেন।’’

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, মুখ্যমন্ত্রী জেলার ২৬টি ব্লক এবং ৮টি পুরসভার উন্নয়নের বার্তা নিয়েই আসছেন। এই সভায় অংশ নিতে সাংগঠনিক জেলার অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক সুতিতে যাবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন – পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...
Exit mobile version