Wednesday, August 13, 2025

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

Date:

Share post:

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে নিজেই দেখা করবেন মুখ্যমন্ত্রী। সোমবারই তিনি পৌঁছে যাচ্ছেন বহরমপুর (Baharampur)। এদিন তাঁর কোনও কর্মসূচি নেই। দুদিনের সফরে মঙ্গলবারই গুরুত্বপূর্ণ।

সোমবার দুপুরে কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ৬ মে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর৷ ওইদিন ধুলিয়ানে তিনি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাঁদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের হাতে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন। সামশেরগঞ্জের (Samsherganj) ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে মঙ্গলবার। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাঁর হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে, তেমনই একাধিক নতুন সরকারি ভবন, হস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন হবে।

মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে স্থানীয় প্রশাসন ধীরে ধীরে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে। ঘরে ফিরেছেন প্ররোচনায় ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া বাসিন্দারা। পরিস্থিতি সেখানে শান্ত। সেই সঙ্গে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণ। তবে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে যে বাড়ি তাঁরা পাবেন, তা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পৌঁছে যাবে তাঁদের হাতে। সেই লক্ষ্যেই এবার মুর্শিদাবাদ (Mrushidabad) সফর মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর সফরের আগে সেজে উঠেছে বহরমপুর (Baharampur) শহর। শুধু বহরমপুর শহর নয়, জেলা জুড়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং তোরণ দিয়ে সাজানো হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। সেই সঙ্গে মঙ্গলবারের সভায় অন্তত ১০ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি চালাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...