Monday, August 25, 2025

আদৌ কী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে ভারত? ভারত-পাক যুদ্ধ কী আসন্ন? না কি সবটাই যুদ্ধ জিগির তুলে ভোটব্যাঙ্ককে চাঙ্গা রাখার কৌশল। রাষ্ট্রসঙ্ঘে (United Nations) যুদ্ধ নিয়ে ভারতের বার্তার পরে আরও ক্ষীণ হয়েছে যুদ্ধের সম্ভাবনা। তা সত্ত্বেও গোটা দেশের মানুষকে মক ড্রিলের (mock drill) নামে উত্তেজিত রাখার পথ ছাড়ছে না মোদি সরকার। সেই মতো মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়েছে মক ড্রিল। বুধবার ব্ল্যাক আউট (black out) সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

কার্যত ধন্দে গোটা দেশের মানুষ। বর্তমান প্রজন্মের কাছে এই বিষয়গুলি একেবারেই অজানা। কেন্দ্রের তরফে সিভিল ডিফেন্স (civil defence) এই মক ড্রিল (mock drill) করার কথা। রাজ্যের ২৪ টি এলাকাকে স্পর্ষকাতর চিহ্নিত করা হয়েছে। সাতটি এলাকাকে রাখা হয়েছে সাবধানতার তালিকায়। কিন্তু মক ড্রিল আদৌ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। কিন্তু প্রকাশ্যে এসেছে এর দরুণ কোন ধরনের পদক্ষেপ নিতে হবে।

মহড়ায় কী কী হবে?
মক ড্রিলে (mock drill) এয়ার সাইরেন (siren) বাজিয়ে সতর্ক করা হবে। স্কুল, কলেজ, অফিস ও কমিউনিটি সেন্টারে যুদ্ধকালীন ওয়ার্কশপ (workshop) করা হবে। হামলা হলে সুরক্ষিত স্থান কীভাবে খুঁজে বার করার পদ্ধতি শেখানো হবে। জরুরী অবস্থায় কীভাবে প্রাথমিক চিকিৎসা করা যাবে তা শেখানো হবে। মিলিটারি বেস, ওয়াটার সাপ্লাই, পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে, যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে।

যদিও এই রাজ্যে গরমের ছুটি পড়ে গিয়েছে দীর্ঘদিন। সেক্ষেত্রে স্কুলগুলিকে আদৌ যুক্ত করা হবে কি না, তা নিয়ে রয়েছে ধন্দ।

ব্ল্যাক আউট (black out) হলে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে –
অযথা আতঙ্কিত হবেন না। শুধুমাত্র ইন্টারনেট, রেডিও বা টেলিভিশনে অফিসিয়াল ঘোষণাগুলিতে মনোযোগ দিন।
বিশেষত, সাইরেন (siren) বাজলে ঘরের ভিতর ঢুকে দরজা, জানলা বন্ধ করে সুরক্ষিত জায়গায় থাকুন।
ঘরের-বাইরের সমস্ত আলো নিভিয়ে, ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দিন।
যে কোনও বিশেষ প্রতিষ্ঠান বা কারখানায় ক্যামোফ্লাজ ও আপৎকালীন প্রস্থান ব্যবস্থা রাখতে হবে।
কোনও গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না। সরকারি নির্দেশ মেনে চলুন।
মহড়ার সময় পুলিশ, বেসামরিক প্রতিরক্ষা কর্মী বা স্বেচ্ছাসেবকদের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
জল, টর্চলাইট এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সহ একটি প্রাথমিক জরুরি কিট হাতের কাছে রাখুন।

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version