ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী দু’সপ্তাহ এই তিনটি রেস্তরাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুরসভা। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্থ এই নির্দেশ দেন। আদালতের প্রশ্ন, “যখন এই তিনটি রেস্তরাঁর বৈধ ট্রেড লাইসেন্স ও অগ্নিনির্বাপণ (ফায়ার) লাইসেন্স রয়েছে, তখন কেন তাদের অবৈধ বলে নোটিস ধরানো হয়েছে?” কলকাতা পুরসভাকে এই প্রশ্নের জবাব দিতে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। সেই উত্তরের ভিত্তিতেই পরবর্তী শুনানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

এর আগে সোমবার, পার্ক স্ট্রিটের ‘ম্যাগমা হাউস’-এর রুফটপ রেস্তরাঁ ভাঙার প্রক্রিয়ার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি কান্থ। নির্দেশ ছিল, আগামী ৮ মে পর্যন্ত কোনও ভাঙচুর করা যাবে না।প্রসঙ্গত, সম্প্রতি বড়বাজারের এক হোটেলে বিধ্বংসী আগুনে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। সেই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, শহরের কোনও হোটেল বা রেস্তরাঁ যেন সিঁড়ি বা ছাদ দখল করে ব্যবসা না করে। নিরাপত্তার স্বার্থে সেই জায়গা খালি রাখতে হবে। সেই নির্দেশের পর কলকাতা পুরসভা ৮৩টি রুফটপ রেস্তরাঁ-বার-ক্যাফে চিহ্নিত করে। অনেকের কাছেই পাঠানো হয়েছে বন্ধের নির্দেশিকা ও নোটিস। তাতে বলা হয়েছে, নির্দেশ না মানলে গুঁড়িয়ে দেওয়া হবে অবৈধ অংশ। এই পরিস্থিতিতে একাধিক রেস্তরাঁ মালিক হাই কোর্টে গিয়ে আইনি সুরক্ষা চেয়েছেন। আদালতের এই অন্তর্বর্তী রায়ে কিছুটা স্বস্তি মিললেও, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

আরও পড়ুন- বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

_

_

_

_

_

_

_

_
_
_
_
_