আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে, রেজাল্ট ঘোষণার দিন দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবে সংসদ। তারপর বিকেল ২টো থেকে ফলাফল দেখা যাবে নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট জানার পাশাপাশি ৮ মে থেকে নিজ নিজ স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কীভাবে দেখবেন
চলতি বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কম। ২০২৪ সালে যেখানে পরীক্ষার্থী ছিলেন প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, সেখানে এবছর আবেদন করেছেন মাত্র ৫ লক্ষ ১০ হাজার পড়ুয়া। সংসদ সূত্রে জানা গেছে, বহু ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেননি। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে মাত্র ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে সংসদ, যা রেকর্ড বলেই মনে করছেন শিক্ষা মহল।
আরও পড়ুন- SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে
_
_

_

_

_

_

_

_

_

_
