Wednesday, August 27, 2025

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

Date:

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বছর আটচল্লিশের বাবজি। তাঁর মৃত্যুতে একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

বাংলার বিনোদন জগতে অতি পরিচিত ছিলেন বাবজি সান্যাল (Babji Sanyal)। টলি-টেলিই শুধু নয়, বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর সখ্যতা ছিল। মায়ের মৃত্যু পরে ১৮, একবালপুর লেনের বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালে এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাঁকে রান্নাঘরের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। এসএসকেএম-এ ময়নাতদন্তের পরে কলকাতা প্রেস ক্লাবে ঘণ্টা খানেক দেহ শায়িত রাখা হয়। সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করা হয়। চোখের জলে শেষ বিদায় জানান বাবজির সাংবাদিক বন্ধুরা। শ্রদ্ধা জানান সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয়।

তারা টিভি দিয়েই বাবজির মূল স্রোতের সাংবাদিকতা (Journalism) শুরু। তার পর মহুয়া খবর, আকাশ বাংলা, জি ২৪ ঘণ্টা, ফোকাস বাংলা-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গায়ক হিসেবেও সুপরিচিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। সদ্য হাস্যমুখ, দিলখোলা এই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকের ছায়া বাংলার বিনোদন জগতেও।
আরও খবরপুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version