Monday, December 8, 2025

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

Date:

Share post:

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি জানিয়েছেন, “বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সর্বোত্তম।”

এই বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার গত বছরের তুলনায় বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের ৮৮.১৩ শতাংশ।

মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৭২ জন কৃতী ছাত্রছাত্রী। গর্বের বিষয়, হুগলি জেলা থেকেই রয়েছেন ১৪ জন।

তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী, পেয়েছেন ৪৯৫ নম্বর (৯৯%)। রাজর্ষি বলেন, “রাজ্যের মধ্যে তৃতীয় হব ভাবিনি, তবে ভাল ফলের আশা ছিল। ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক ও পরিবার সবার সাহায্যেই আজকের এই সাফল্য।”

পঞ্চম স্থানাধিকারী প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুলেরই ছাত্র, প্রাপ্ত নম্বর ৪৯৩। তাঁর লক্ষ্য ভবিষ্যতে অধ্যাপক বা গবেষক হওয়া।

ষষ্ঠ স্থানে রয়েছেন দুজন: রৌণক গড়াই, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, চন্দননগর ও আরাফাত হোসেন, মুক্তারপুর হাই স্কুল। রৌণক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান।

সপ্তম স্থানাধিকারী তিনজন: সৈয়দ মহ. তামজিদ (রহিমপুর নবগ্রাম হাই স্কুল), অঙ্কন নন্দী (গোঘাট হাই স্কুল), এবং তন্ময় হালদার (চাতরা নন্দলাল ইনস্টিটিউশন)। অঙ্কনের স্বপ্ন বিজ্ঞানী হওয়ার, তন্ময় চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়তে চান।

অষ্টম স্থানে রয়েছেন চারজন:

রাজদীপ শাসমল (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), শ্রেষ্ঠা মুখোপাধ্যায় (শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ), অভ্রদীপ বেরা ও জিষ্ণু ঘোষ (মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়)। জিষ্ণুর লক্ষ্য চিকিৎসক হওয়া।

নবম স্থানে রয়েছেন সপ্তর্ষি পাঁজা (আনুর হাই স্কুল) এবং জিষ্ণু ঘোষ।

দশম স্থানে স্থান পেয়েছেন সর্বজিৎ সাহা (আরামবাগ হাই স্কুল) এবং অদ্রীশ সামন্ত (রামনগর নুট বিহারি পালচৌধুরী হাই স্কুল)।

হুগলি জেলার এই বিস্ময়কর সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক মহল। ছাত্রদের ভবিষ্যতের জন্য সকলের শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।

আরও পড়ুন – সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...