Tuesday, November 4, 2025

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

Date:

Share post:

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায়(Dharamshala) সেই ম্যাচ খেলতে নামবেন হার্দিক পান্ডিয়ারা(Hardik Pandya)। কিন্তু সেখানে তারা পৌঁছবে কেমনভাবে সেটা নিয়েই এখন খানিকটা চিন্তায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির(MI)। কারণ এই মুহূর্তে বেশ কয়েকটি বিমান বন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকাতেই রয়েছে চন্ডীগড়ও। সেখানে নেমেই ধরমশালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(MI)।

কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা আলাদা। পাকিস্তানের মাটিতে পাল্টা প্রত্যাঘাত করার পরই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সংলগ্ন বিমান বন্দর গুলো আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই ধরমশালা পৌঁছনো নিয়ে বেশ চিন্তায় পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাদের দিল্লি হয়ে অবশ্য যাওয়ার একটা উপায় রয়েছে কিন্তু সেখানে ক্রিকেটারদের ধকল অনেক বেশি পড়বে।

পঞ্জাব কিংস অবশ্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। গত ম্যাচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের(Gujarat Titans) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। সামনে রয়েছে পঞ্জাব কিংস ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু ১১ মে-র আগে সেখানে তারা পৌঁছবে কেমনভাবে, সেটাই এখন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ।

তবে এখনই কোনওরকম সিদ্ধান্ত নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত নির্দেশের অপেক্ষাতেই রয়েছে তারা। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কেমনভাবে পৌঁছয় সেটাই এখন দেখার।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...