Tuesday, January 13, 2026

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

Date:

Share post:

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায়(Dharamshala) সেই ম্যাচ খেলতে নামবেন হার্দিক পান্ডিয়ারা(Hardik Pandya)। কিন্তু সেখানে তারা পৌঁছবে কেমনভাবে সেটা নিয়েই এখন খানিকটা চিন্তায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির(MI)। কারণ এই মুহূর্তে বেশ কয়েকটি বিমান বন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকাতেই রয়েছে চন্ডীগড়ও। সেখানে নেমেই ধরমশালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(MI)।

কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা আলাদা। পাকিস্তানের মাটিতে পাল্টা প্রত্যাঘাত করার পরই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সংলগ্ন বিমান বন্দর গুলো আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই ধরমশালা পৌঁছনো নিয়ে বেশ চিন্তায় পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাদের দিল্লি হয়ে অবশ্য যাওয়ার একটা উপায় রয়েছে কিন্তু সেখানে ক্রিকেটারদের ধকল অনেক বেশি পড়বে।

পঞ্জাব কিংস অবশ্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। গত ম্যাচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের(Gujarat Titans) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। সামনে রয়েছে পঞ্জাব কিংস ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু ১১ মে-র আগে সেখানে তারা পৌঁছবে কেমনভাবে, সেটাই এখন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ।

তবে এখনই কোনওরকম সিদ্ধান্ত নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত নির্দেশের অপেক্ষাতেই রয়েছে তারা। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কেমনভাবে পৌঁছয় সেটাই এখন দেখার।

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...