Sunday, November 16, 2025

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে একদিনের ক্রিকেটে নিজের খেলা চালিয়ে যাবেন রোহিত। আইপিএলের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ দিয়েই শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু। তাঁর আগেই টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বুধবার সোশ্যাল মিডিয়াতেই নিজের অবসরের কথা জানিয়েছেন দ্য হিটম্যান। ইংল্যান্ড সিরিজে রোহিত(Rohit Sharma) খেলবেন কী খেলবেন না তা নিয়েই একটা জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। নিজেই এবার সেই জল্পনার অবসান ঘটালেন রোহিত শর্মা। বর্ডার গাভাসকর ট্রফিতেই শেষবার টেস্টের মঞ্চে নেমেছিলেন রোহিত। টি টোয়েন্টির পর এবার টেস্টেও প্রাক্তন ক্রিকেটারদের তালিরায় চলে গেলেন হিটম্যান।

সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মা(Rohit Sharma) জানিয়েছেন, “আমি সকলকে জানাতে চাই যে টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছেই সত্যিই একটা গর্বের। এক বছর ধরে আমাকে সমর্থন করা এবং ভালোবাসার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ”।

ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট ক্রিকেট খেলেছেন রোহিত শর্মা। সেখানে তাঁর ঝুলিতে রান রয়েছে ৪০৩১। তাঁর এই রানের মধ্যে সেঞ্চু ইনিংস রয়েছে ১২টি এবং অর্ধশতরান রয়েছে ১৮টি। অবশেষে টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এবার টেস্ট থেকেও বিদায় নিলেন তিনি। সম্প্রতি টেস্ট ফর্ম্যাটে সেভাবে রান পাচ্ছিলেন না। বর্ডার গাভাসকর ট্রফিতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। আসন্ন ইংল্যান্ড সিরিজেও তাঁর দলে থাকা নিয়ে একটা জল্পনা চলছিল। হয়ত সেটা আঁচও করতে পেরেছিলেন রোহিত শর্মা। সেই কারণেই তো এবার অবসরটা নিয়ে ফেললেন তিনি।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version