Monday, August 25, 2025

ভারতের(India) প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে(Rawalpindi Stadium) অনিশ্চিত পিএসএলের(PSL) ম্যাচ। বৃহস্পতিবার ভোররাতেই পাকিস্তানের মিসাইল হানাকে আটকে দেয় ভারতের অ্যান্টি মিসাইল সিস্টেম। এরপরই প্রত্যাঘাত করে ভারত। এবার প্রত্যাঘাত হয় ড্রোন দিয়ে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের(Rawalpindi Stadium) সামনেই হামলা চালায় ড্রোন। আর তাতেই কার্যত অনিশ্চিতের পথে পিএসএলের ম্যাচ। কয়েক ঘন্টা পরই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা পেশওয়াল জালমি বনাম করাচি কিংস(Karachi Kings)। কিন্তু সেই ম্যাচ আদৌ এবার হবে কিনা তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শোনাযাচ্ছে গোটা পিএসএলটাই নাকি এবার রাওয়ালপিন্ডি থেকে সরে যেতে চলেছে করাচিতে। পহেলগামে জঙ্গীদের নৃশংশ ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে তারা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রত্যাঘাতের প্রস্তুতি। মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তানের মাটিতে ৯ জঙ্গী ঘাটির ওপর মিসাইল হানা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। আর তাতেই বিধ্বস্ত অবস্থা হয়েছিল পাকিস্তানের।

যদিও পাল্টা আক্রমণ চালাতে গিয়েছল পাক বাহিনীও। কিন্তু ভারতের এয়ার মিসাইল সিস্টেমের কাছে আটকে যায় পাকিস্তানের আকাশপথে করা সমস্ত আক্রমণের পরিকল্পনা। এরপরই ভারতের প্রত্যাঘাত। এবার ড্রোন হামলা। বেশ কয়েকটি জায়গার সঙ্গে রাওয়াল পিন্ডিতেও হামলা হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনে সেই হামলা হওয়ার পর থেকেই ম্যাচ সরে যাওয়া নিয়ে শুরু গিয়েছে জল্পনা।

শোনাযাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনেই একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই সেখানে পিএসএলের ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু এই ঘটনার পর আর কোনওরকম ঝুঁকি নিতে পারছে না পাকিস্তান। ক্রমশই ভয়ে যেন পিছিয়ে যাচ্ছে পাক বাহিনী।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version