Thursday, August 28, 2025

শিক্ষক নিয়োগ মামলা: পার্থদের বিচারের অনুমতি নিয়ে দুই সপ্তাহে সিদ্ধান্ত রাজ্যকে! নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য প্রাক্তন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্য সরকারকে আগামী দুই সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং-এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে।

প্রসঙ্গত, হাইকোর্ট এর আগেও একাধিকবার রাজ্য সরকারকে বিচার শুরুর অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা চালু করতে হলে সংবিধান অনুযায়ী রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সেই অনুমতি দেয়নি বলে সরকারি আইনজীবীরা আদালতে জানান।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ ছাড়াও, আদালত জানিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১৭ জুলাই। ইডি-র মামলায় গত ডিসেম্বরে তিনি জামিন পেলেও, সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি বলে তিনি এখনও জেলবন্দি রয়েছেন।

এ দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, এই মামলায় পার্থ ছাড়াও চারজন সহ-অভিযুক্ত রয়েছেন—সুবীরেশ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোককুমার সাহা। হাইকোর্ট তাঁদের জামিনের আর্জি আগেই খারিজ করেছে। তাই সুপ্রিম কোর্টেও তাঁদের জামিনের শুনানি জুলাই মাসেই ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টে দুই বিচারপতির ভিন্ন মতের কারণে মামলাটি তৃতীয় বিচারপতির কাছে যায়, কিন্তু সেখানেও জামিনের আবেদন খারিজ হওয়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা।

আরও পড়ুন – মাছে-ভাতে বাঙালিকে সুখবর মুখ্যমন্ত্রীর: ‘সুফল বাংলা’-তে মিলবে মাছ, মৎস্য দফতরের কাজে অসন্তোষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version