Saturday, November 1, 2025

দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

Date:

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্টে তাঁর বিরুদ্ধে দিল্লির নেতাদের কানভারি করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে গেরুয়া শিবিরের বর্তমান দলবদলু নেতাদের আক্রমণকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। পুরনো ঘর আরএসএসের কাছে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সূত্রের খবর, নিজের চেনা ফর্মেই থাকবেন। RSS-র শীর্ষ নেতৃত্বকে কার্যত এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি। মুখ‌্যমন্ত্রীর আমন্ত্রণে সৌজন্য দেখিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন বঙ্গ বিজেপির দলবদলুরা নেতারা। পাল্টা তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন দিলীপ। ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে কথা বলতে বঙ্গের নেতাদের বারণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করে দিলীপের সঙ্গে বিস্তারিত কথা বললেন  আরএসএসের শীর্ষ নেতৃত্ব।

রাজ্য আরএসএসের সদর দফতর কেশব ভবনে বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি গিয়েছিলেন বলে সূত্রের খবর। সেখানে বঙ্গের গেরুয়া শিবিরের দলবদলু নেতাদের সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন একসময়ের আরএসএসের প্রচারক। বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাঁদের বোঝানোর জন‌্য আরএসএসকেই বলেছেন দিলীপ। আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও জানিয়ে এসেছেন তিনি। দিলীপের স্পষ্ট মত, আরএসএসই একসময় তাঁকে বিজেপিতে পাঠিয়েছিল। তারা যদি চায় তাহলে তাঁকে ফিরিয়ে নিক। কিন্তু দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে তিনি আপোষ করবেন না- অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ।

 

 

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version