Thursday, August 28, 2025

ভারতে হামলার চেষ্টার হাতেনাতে জবাব পেল পাকিস্তান। পাকিস্তানি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ত্রিফলা আক্রমণে নামল ভারত। ভারতীয় বায়ু সেনার পর (Indian Air Force), নৌবাহিনীও (Indian Navy) এবার অভিযানে যোগ দিল। পাকিস্তানকে (Pakistan) সবক শেখাতে আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত (INS Vikrant) করাচিকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে। নৌবাহিনীর প্রত্যাঘাতের ফলে করাচি বন্দর-সহ গোটা শহর জুড়ে ব্যাপক উত্তেজনা।

হামলার আবহে দেশে ২৪টি বিমানবন্দর বন্ধ রাখা হল। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমের, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ।

‘অপারেশন সিন্দুর’–এর পর রাতেই আকাশপথে পাল্টা হামলার ছক করে পাকিস্তান। আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল জম্মু, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া–সহ একাধিক জায়গায়। কিন্তু ভারতীয় বায়ুসেনার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর হয়ে সবক’টি ধ্বংস করে দেয়। একইসঙ্গে জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে গুলি করে নামানো হয়েছে দুই পাকিস্তানি ড্রোন।

শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসর. চণ্ডীগড়েও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। বেজেছে সাইরেন।

সীমান্তেও চলছে গোলাগুলি। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি—এলওসি বরাবর পাকিস্তানের ভারী মর্টার ও কামান থেকে গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন নিরীহ মানুষ। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও পাঁচ শিশু। ভারত জানিয়ে দিয়েছে, “আমরা যুদ্ধ চাই না। কিন্তু সীমান্তে মর্টার চললে জবাব দিতে বাধ্য হব।”

আরও পড়ুন – রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version