Thursday, December 4, 2025

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

Date:

Share post:

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে খরচ করে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (IMF) রিভিউ বৈঠকে (review meeting) দাবি ভারতের। আইএমএফের কাছে অর্থ সাহায্য চেয়ে পাকিস্তান যে আবেদন করেছিল তার রিভিউ বৈঠকে পাকিস্তানের মিথ্যাচার আবার প্রকাশ্যে চলে এলো।

পাকিস্তানের অর্থ মন্ত্রকের তরফেই আইএমএফ-এর কাছে এই যুদ্ধের পরিস্থিতিতে অর্থ সাহায্য দাবি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রচার হতেই পাকিস্তান দাবি করে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক (hack) করে কেউ এধরনের বার্তা ছড়িয়েছে। আদৌ পাকিস্তান কোন অর্থ সাহায্য চায়নি। অথচ শুক্রবারে সেই অর্থ সাহায্য নিয়ে রিভিউ বৈঠক ডাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF)। সেখানেই আবার স্পষ্ট হয়ে গেল টাকা চেয়েও অস্বীকার করার পাকিস্তানের মিথ্যাচার।

আইএমএফ-এর এক বিলিয়ন পাকিস্তানকে ধার দেওয়ার আবেদনে রিভিউ বৈঠক শুরু করে আন্তর্জাতিক অর্থ দানের এই মঞ্চ, যেখানে ভারত একটি গুরুত্বপূর্ণ সদস্য। সেখানেই ভারত নিজেদের বক্তব্যে জানায় তারা পাকিস্তানকে নতুন করে ঋণ (loan) দেওয়ার পক্ষের নয়।

ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর যুক্তি হিসেবে তুলে ধরা হয়, পাকিস্তানের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের রাজনীতি ও ঘরোয়া বিষয়গুলিতেও চালিকাশক্তি পাকিস্তানের সেনা। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টেও তা প্রকাশ করা হয়েছে। এমনকি পাকিস্তানের বিনিয়োগেও প্রধান চালিকাশক্তি এই সেনাবাহিনী।

সেই সঙ্গে পাকিস্তানের ঋণ (debt) এখন পাহাড় প্রমাণ, যা আইএমএফ-এর (IMF) অর্থ সাহায্য দিয়েও কোনওভাবে পূরণ করা সম্ভব নয়। সেই সঙ্গে ভারত উল্লেখ করে, পাকিস্তানের রাষ্ট্রপরিচালিত আন্তর্দেশীয় সন্ত্রাসবাদের (cross border terrorism)। ফলে সেখানে অর্থ সাহায্য করার অর্থ, ঋণদানকারী সংস্থার খ্যাতিতে প্রভাব ফেলা। পাকিস্তানের অতীত ইতিহাস জানার পরেও আইএমএফ যদি তাদের অর্থ ঋণ দেয় তবে আইএমএফ-কে অর্থ সাহায্য করা দেশগুলি প্রভাবিত হতে পারে।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...