রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

Date:

Share post:

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—সব স্তরের স্কুলই আগামী ২ জুন, সোমবার থেকে খুলবে।

ইতিপূর্বে সূচি ছিল ১৩ মে প্রাথমিক ও ২৪ মে মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পঠন শুরু করার। কিন্তু টানা তাপপ্রবাহ ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন। পরে দফতরের বিজ্ঞপ্তিতে তা সরকারি রূপ পায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘গরমের জন্য সরকারি স্কুলগুলিকে আমরা ছুটি দিয়েছি। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও অনুরোধ, এই সময়টায় স্কুল বন্ধ রাখুন। লিখিত গাইডলাইন পাঠাচ্ছি না—এটা আমাদের অনুরোধ।’ এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি মহকুমার বিদ্যালয়গুলিও গরমের ছুটি পাচ্ছে—যা আগে সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রযোজ্য ছিল না।

বিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা হওয়ার আগে শ্রেণিকক্ষ ভেন্টিলেশনের ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। জরুরি প্রয়োজনে মিড–ডে মিলের সময়ও বদল করা যেতে পারে। সরকারি নির্দেশ সরাসরি না থাকলেও, মুখ্যমন্ত্রীর আবেদন সমর্থন করে বেশ কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ইতিমধ্যেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, পরিপত্র জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন- নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...