Monday, December 8, 2025

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

Date:

Share post:

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—সব স্তরের স্কুলই আগামী ২ জুন, সোমবার থেকে খুলবে।

ইতিপূর্বে সূচি ছিল ১৩ মে প্রাথমিক ও ২৪ মে মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পঠন শুরু করার। কিন্তু টানা তাপপ্রবাহ ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন। পরে দফতরের বিজ্ঞপ্তিতে তা সরকারি রূপ পায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘গরমের জন্য সরকারি স্কুলগুলিকে আমরা ছুটি দিয়েছি। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও অনুরোধ, এই সময়টায় স্কুল বন্ধ রাখুন। লিখিত গাইডলাইন পাঠাচ্ছি না—এটা আমাদের অনুরোধ।’ এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি মহকুমার বিদ্যালয়গুলিও গরমের ছুটি পাচ্ছে—যা আগে সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রযোজ্য ছিল না।

বিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা হওয়ার আগে শ্রেণিকক্ষ ভেন্টিলেশনের ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। জরুরি প্রয়োজনে মিড–ডে মিলের সময়ও বদল করা যেতে পারে। সরকারি নির্দেশ সরাসরি না থাকলেও, মুখ্যমন্ত্রীর আবেদন সমর্থন করে বেশ কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ইতিমধ্যেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, পরিপত্র জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন- নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...