Saturday, January 17, 2026

সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

Date:

Share post:

দুই দেশের সেনা প্রধানদের মধ্যে আলোচনার পরে শনিবার বিকাল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতে ইতি ঘোষণা করা হয় ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) তরফে। দুই দেশের মধ্যে সমঝোতা হলেও পাকিস্তানকে যে বিশ্বাস করা যায় না, তা স্পষ্ট করে দেওয়া হল ভারতীয় সেনার (Indian Army) তরফে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, পাকিস্তানের তরফ থেকে এই সংঘর্ষ বিরতির (cease fire) ঘোষণার পরে কোনও ধরনের ‘দুঃসাহসিক’ (misadventure) পদক্ষেপ নিলেই ভারতের তরফ থেকে তার যথাযথ জবাব দেওয়া হবে, স্পষ্ট করে দেন কমোডোর রঘু নায়ার।

শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে পাক প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেওয়া হয় ভারতের তরফে। সেখানে যেমন ভারতীয় সাধারণ নাগরিকের উপর পাকিস্তানের নির্বিচারে হামলার সমালোচনা করা হয়। তেমনই পাক সংবাদ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা খবরের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরা হয়। দুই দেশের সংঘর্ষের বিরতির ঘোষণা (cease fire) হওয়ার পরে ফের একবার পাকিস্তানের মিথ্য়াচারের জবাব দেওয়া হয়। ভারতীয় কর্নেল সোফিয়া কুরেশি স্পষ্ট দাবি করেন, ভারতের ব্রাহমোস (Brahmos) পাকিস্তানের যুদ্ধবিমানের নামানোর যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

সেনা বাহিনীর সাংবাদিক বৈঠকে পাকিস্তানের আরও একাধিক মিথ্য়াচারের পর্দাফাঁস করা হয়। সেখানে দাবি করা হয়, ভারতের জম্মু, ভাতিন্ডা, পাঠানকোট, ভুজ, নালিয়া এয়ারবেস (airbase) ধ্বংসের যে দাবি পাকিস্তান করেছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারতের এই এয়ারবেসগুলি সম্পূর্ণ সুরক্ষিত ও কর্মক্ষম রয়েছে বলে স্পষ্ট করে দেওয়া হয়। এছাড়াও চণ্ডিগড়, বিয়াস সেনা ছাউনি ধ্বংস করে দেওয়ার দাবিকেও নস্য়াৎ করে দেন কর্নেল কুরেশি।

সেই সঙ্গে পাকিস্তানের সেনার উপর ভারতের প্রত্যাঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্যও তুলে ধরা হয়। উইং কমান্ডার ব্যোমিকা সিং দাবি করেন, পাকিস্তানের স্কর্দু, সরগোদা, জেকোবাবাদ, ভোলারি এয়ারবেস (airbase) ক্ষতিগ্রস্ত করে ভারতীয় সেনা। এছাড়াও নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যত হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দিয়েছে ভারত। সেই হামলায় বহু সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করে ভারতীয় সেনা।

তবে বর্তমান প্রেক্ষাপটে সামরিক স্তরে সংঘর্ষ বিরতির ঘোষণা হওয়ায় ভারত যে কোনও ভাবেই পরিস্থিতি হালকাভাবে নিচ্ছে না, তা স্পষ্ট করে দেওয়া হয় সেনা আধিকারিকের তরফে। কমোডোর নায়ার স্পষ্ট করে দেন, সমঝোতা আজ যা হয়েছে আমরা তা মেনে চলব। স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা সেই নির্দেশ মেনে চলবে। তবে আমরা সব সময় প্রস্তুত থাকব ও নজরদারি জারি থাকবে। মাতৃভূমির সার্বভৌমত্ব ও একতা রক্ষায় আমরা প্রতি মুহূর্তে প্রতিশ্রুতিবদ্ধ।

এর পাশাপাশি পাকিস্তানকে সতর্ক করে তিনি জানিয়ে দেন, পাকিস্তানের পক্ষ থেকে যে হিংসাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে তার কড়া জবাব অতীতে দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতেও কোনও দুঃসাহসিক পদক্ষেপের (misadventure) চেষ্টা হলে আমরা যথাযথ পদক্ষেপ নেব। আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকব যে কোনও পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষায় যে কোনও পদক্ষেপ নেওয়ার জন্য।

spot_img

Related articles

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...