Friday, November 14, 2025

একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ সৃঞ্জয়ের

Date:

Share post:

মোহনবাগানের(Mohunbagan) নির্বাচনী লড়াই জমে উঠেছে। একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে কার্যত নির্বাচনী প্রচারে নেমে পড়ল সৃঞ্জয় বোস(Srinjoy Bose) শিবির। শনিবার বিধান নগরে একটি অনুষ্ঠান থেকেই প্রকাশিত হস নির্বাচনী ইস্তেহার(Manifesto)। এই প্রথমবার মোহনবাগানের(Mohunbagan) নির্বাচনের লড়াইয়ে লিখিত আকারে ইস্তেহার প্রকাশ করল কোনও প্যানেল। নির্বাচনের দিন ঘোষণা হওয়াটাই শুধু বাকি রয়েছে এখন। তবে লড়াইয়ের প্রস্তুতি যে বেশ জোররদমে শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

এদিন প্রায় ১৪টি প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করেছে সৃঞ্জয় বোস(Srinjoy Bose) শিবির। ক্ষমতায় এলেই মোহনবাগানের(Mohunbagan) নতুন ক্যাম্পাসের প্রতিশ্রুতি সৃঞ্জয় বোসের। সেইসঙ্গে রয়েছে প্রবীন সদস্যদের আজীবন সদস্যপদের পাশাপাশি, ম্যাচ টিকিটের সুবন্দবস্ত,সদস্যদের সদস্যপদ হস্তান্তর সহ কর্মীদের বেতন কাঠামো ও প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতিশ্রুতি।

ইস্তেহারে নতুন ক্যাম্পাস প্রসঙ্গে বলা হয়েছে, বর্তমান ক্লাব প্রাঙ্গন যেহেতু সেনা-নিয়ন্ত্রিত ক্ষেত্রে অবস্থিত, তাই নানাবিধ চাহিদা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই বহু প্রতিবন্ধকতার মুখোমুকি হতে হয়। এক্ষেত্রে নতুন পথের সন্ধান করাই হবে নতুন গঠিত কমিটির কাজ। ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাব যাতে বিস্তার ও প্রসারের নিরিখে এগিয়ে যায়, ও নতুন সাফল্যে উজ্জ্বল হয়ে ওঠে, তাই হবে লক্ষ্য।

একইসঙ্গে এদিন প্রবীনদের জন্য আজীবন সদস্যপের পাশাপাশি পরিজনদের সদস্যপদ হস্তান্তরের কথাও জানানো হয়েছে ইস্তেহারে। সেখানে বলা হয়েছে, প্রবীন সদস্য যারা ৫০ বছর যাবত্ ক্লাবের সদস্যপদ ধরে রেখেছেন, নতুন নিয়ম চালু করে সদস্যপদের জন্য তাদের বার্ষিক চাঁদা মুকুবের সিদ্ধান্ত নেবে নতুন কমিটি। ক্লাবের সঙ্গে প্রবীন সদস্যদের সম্পর্ক ও তাদের আজীবন মোহনবাগান –প্রীতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। এছাড়াও ক্লাবের কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর সদস্যপদ হস্তান্তরিত করা হবে তাঁর পরিজনের(স্ত্রী/সন্তান) হাতে।

ইস্তেহারে কী কী বলা হল দেখে নেওয়া যাক

১ সদস্যদের সুযোগ-সুবিধা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নিশ্চিত করা

২ প্রবীনদের জন্য আজীবন সদস্যপদ ফি মুকুব

৩ পরিজনদের সদস্যপদ হস্তান্তর

৪ ম্যাচ টিকিটের সুবন্দোবস্ত

৫ নতুন ক্যাম্পাস

৬ ব্র্যান্ডিং এবং মার্কেটিং

৭ ডিজিটাল-বিপ্লব

৮ টেনিস কার্নিভালের পুনরুজ্জীবন

৯ ক্লাব লয়ালটি প্রোগ্রাম

১০ প্রাক্তনীদের অংশগ্রহন

১১ ক্লাব প্রশাসনে মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করা

১২ ক্লাব মিউজিয়াম ও মার্চেন্ডাইস

১৩ বর্ষপঞ্জি

১৪ কর্মীদের বেতন-কাঠানো ও প্রভিডেন্ড ফান্ড

এদিনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলাররা। তাদের হাত দিয়েই কার্যত প্রকাশ্যে এসেছে এই ইস্তেহার। শুধুমাত্র তাই নয় এদিনের অনুষ্ঠানে আসার কথা কথা থাকলেও শারীরিক সমস্যার জন্য আসতে পারেননি টুটু বোস। তহবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। সেইসঙ্গে আসন্ন নির্বাচনে সকলকে ভোট দেওয়ার আবেদনও করেছেন টুটু বোস।

spot_img

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...