Thursday, August 28, 2025

জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা! আহত কর্তব্যরত সেন্ট্রি  

Date:

সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (Ceasefire Violation)মাঝেই শনিবার রাতে জঙ্গি আক্রমণের কায়দায় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা। ভারতীয় সেনার (Indian Army) প্রত্যাঘাতে ছাউনি ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। সেনার হোয়াইট নাইট কর্পস (White knight corps) এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছে। শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। হামলার ঘটনায় কর্তব্যরত এক সেন্ট্রি আহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, রাত এগারোটা নাগাদ নাগরোটা মিলিটারি স্টেশনের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি আঁচ করা গিয়েছে। কর্তব্যরত সেন্ট্রি সেটি খেয়াল করে গুলি চালান। উল্টো দিক থেকে পালটা গুলি চলে। পাক সেনার হামলার মাঝেই উরির ধাঁচে জঙ্গি হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বিকেল থেকে ভারত – পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও রাতের দিকে ফের সীমান্তের ওপার থেকে ড্রোন হামলা হয়। পাকিস্তানের তরফ থেকে  রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) বলেন, ভারতীয় সেনা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। সংঘর্ষ বিরতির মাঝে হামলা নিয়ে জবাব দিতে হবে পাকিস্তানকে। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। শনিবার রাত আটটা পনেরো মিনিট নাগাদ শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version