Friday, November 14, 2025

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

Date:

Share post:

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল। ইরাক লিগে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করা এই ব্রাজিলিয়ানকেই এবার সই করাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শোনাযাচ্ছে ইতিমধ্যে তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি অনেকটা দূর এগিয়ে গিয়েছে। আপাতত তাঁর সঙ্গে টাকা নিয়েই আলোচনা চলছে তাঁর সঙ্গে। এই ফুটবলারের নাম সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে হৈচৈ।

এবারের আইএসএলে(ISL) চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথম ছয় ম্যাচেই হার। এরপর বহু জল বয়ে গিয়েছে ইস্টবেঙ্গল শিবির দিয়ে। কোচ পরিবর্তন থেকে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া। সদ্য শেষ হওয়া মরসুমে ইস্টবেঙ্গলের(Eastbengal) পারফরম্যান্স গ্রাফ একেবারেই নীচে। আইএসএলে ৯ নম্বর পজিশনে থেমেছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর থেকেই সমালোচনার সুরটা আরও তীব্র হয়েছিল। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নিয়েই প্রশ্নটা বেশি উঠতে শুরু করেছিল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই ইস্টবেঙ্গলের বিদেশিদের পারফরম্যান্স ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) এই বিদেশিদের নিয়ে একেবারেই খুশি ছিলেন না।

নতুন মরসুমে আরও ভালোভাবে দল গড়ার জন্য থংবোই সিংটোকে(Thongboi Singto) হেড অব ফুটবল করে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। মাধি তালালকে ছাড়া বাকি সব বিদেশিদেরই ছেড়ে দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। মিগুয়েল ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। এবার ব্রাজিলের গুস্তাভোর(Gustavo Henrique) সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। ইরাক লিগে এই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্স। ৩১ ম্যাচে ১৬টি গোল করার পাশাপাশি রয়েছে পাঁচটি অ্যাসিস্টও।

ফরোয়ার্ড পজিশনেই খেলেন গুস্তাভো হেনরিক(Gustavo Henrique)। সেইসঙ্গে উইঙ্গার পজিশনেও খেলতে পারেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ২৯ বর্ষীয় এই ফুটবলার এই বছরেই আমেরিকা আরএন ছেড়ে ইরাকের জাখো এসসি-কে গিয়েছেন। সেখানেই বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। এই বছরের জুলাই মাসে জাখোর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে গুস্তাভোর।

এছাড়াও ব্রাজিলের নানান ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে গুস্তাভো হেনরিকের(Gustavo Henrique)। তাঁর সঙ্গে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের কথাবার্তা। শোনাযাচ্ছে এই মুহূর্তে টাকা নিয়েই কথা চলছে। তবে লাল-হলুদ ম্যানেজমেন্ট আশাবাদী তিনি ইস্টবেঙ্গলেই আসতে চলেছেন।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...