Tuesday, May 13, 2025

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে আসতেই যোগ্য জবাব দেয় ভারত (Indian Air Defence)। প্রতিটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে বলে খবর মিলেছে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সেনা সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে নিরাপত্তার কারণে রাতে ব্ল্যাকআউট করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকা।

সংঘর্ষ বিরতির মাঝেই আবার আকাশ পথে হামলার চেষ্টা ইসলামাবাদের! সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পঞ্জাবের জলন্ধর-সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে। রাতে উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত সব কটি ড্রোন নিষ্ক্রিয় করেছে সেনা। সীমান্ত এলাকা হোশিয়ারপুর ও সাম্বায় বিস্ফোরণের শব্দ পাওয়া পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। জলন্ধরের ডেপুটি কমিশনার জানান, “ড্রোন হামলার চেষ্টার বিষয়টি জানামাত্রই এলাকা ব্ল্যাকআউট করা হয়েছে। তবে সেনা সূত্রে খবর, চিন্তার কোনও কারণ নেই।” সোমবার জাতির উদ্দেশ্য ভাষণে মোদি কড়া বার্তা দিয়ে বলেন, জঙ্গি ও সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর জারি থাকবে। ১২ মে বিকেলে ভারতীয় সেনার ডিজিএমও (Director General of Military Operation) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (Rajeev Ghai) পাক সেনার ডিজিএমও (DGMO)লেফটেন্যান্ট জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে হটলাইনে কথা বলেন। সূত্রের খবর দুপক্ষই সংঘর্ষ বিরতি বজায় রাখায় একমত হয়েছে। কিন্তু তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন হামলা!

Related articles

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...
Exit mobile version