Tuesday, August 26, 2025

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে আসতেই যোগ্য জবাব দেয় ভারত (Indian Air Defence)। প্রতিটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে বলে খবর মিলেছে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সেনা সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে নিরাপত্তার কারণে রাতে ব্ল্যাকআউট করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকা।

সংঘর্ষ বিরতির মাঝেই আবার আকাশ পথে হামলার চেষ্টা ইসলামাবাদের! সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পঞ্জাবের জলন্ধর-সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে। রাতে উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত সব কটি ড্রোন নিষ্ক্রিয় করেছে সেনা। সীমান্ত এলাকা হোশিয়ারপুর ও সাম্বায় বিস্ফোরণের শব্দ পাওয়া পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। জলন্ধরের ডেপুটি কমিশনার জানান, “ড্রোন হামলার চেষ্টার বিষয়টি জানামাত্রই এলাকা ব্ল্যাকআউট করা হয়েছে। তবে সেনা সূত্রে খবর, চিন্তার কোনও কারণ নেই।” সোমবার জাতির উদ্দেশ্য ভাষণে মোদি কড়া বার্তা দিয়ে বলেন, জঙ্গি ও সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর জারি থাকবে। ১২ মে বিকেলে ভারতীয় সেনার ডিজিএমও (Director General of Military Operation) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (Rajeev Ghai) পাক সেনার ডিজিএমও (DGMO)লেফটেন্যান্ট জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে হটলাইনে কথা বলেন। সূত্রের খবর দুপক্ষই সংঘর্ষ বিরতি বজায় রাখায় একমত হয়েছে। কিন্তু তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন হামলা!

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version