গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

Date:

Share post:

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন দফতরের তথ্য অনুযায়ী, এই স্টেশনগুলিতে গাড়ির (Car) যান্ত্রিক ও দূষণ সংক্রান্ত সব ধরনের পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হলে গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

পরিবহন দফতর (Transport Department) সূত্রে খবর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, মালদহ ও দার্জিলিং—এই ১২টি জেলায় এটিএস স্থাপন করা হবে। অটোমেটেড টেস্টিং সেন্টার তৈরির জন্য ইতিমধ্যেই যায়গা চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত জায়গায় মাটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন মিলেছে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বর্তমানে রাজ্যে কোনও এটিএস নেই। এখন পর্যন্ত সংশ্লিষ্ট জেলার মোটর ভেহিকল টেকনিক্যাল অফিসার (MVTO) চোখে দেখে গাড়ির ফিটনেস পরীক্ষা করেন। ফলে দুর্ঘটনার পর গাড়ির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। মানবিক ভুল বা পক্ষপাতিত্বের অভিযোগও থাকে। প্রভাবশালীরা ঘুষ দিয়ে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার অভিযোগও রয়েছে।
আরও খবর: কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

রাজ্যে ৫৭টি স্থানে ম্যানুয়াল টেস্টিং হয়। নতুন ATS চালু হলে, সংশ্লিষ্ট ১২ জেলার গাড়িকে বাধ্যতামূলক তাদের জেলার এটিএসে পরীক্ষা করাতে হবে। অন্য জেলা থেকে গাড়ির মালিক নিকটস্থ এটিএসে যেতে পারবেন। এটিএস গাড়ির যান্ত্রিক ত্রুটি শনাক্ত করবে এবং মালিককে তা সারানোর নির্দেশ দেবে। পরিবহণ দফতরের বক্তব্য, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

spot_img

Related articles

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...

চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে রাজ্যপালের আপত্তি: সুপ্রিম কোর্টেও থমকে নিয়োগ

শুক্রবারও কাটল না রাজ্যের উপচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টের (Supreme Court) রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করতে তৈরি করে...