ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ইডির সূত্র জানিয়েছে, তদন্তে বাংলা ও ওড়িশায় বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের একাধিক উচ্চপদস্থ কর্তা, এজেন্ট ও সংযুক্ত আরও কয়েকজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। মোট ১২ কোটি ৩৩ লক্ষ টাকার ‘ব্যাঙ্ক ব্যালেন্স’ বাজেয়াপ্ত হয়েছে বলে খবর মিলেছে।

ডাক্তারির পরীক্ষায় (Medical Entrance) এনআরআই কোটায় ভর্তির জন্য জাল নথি তৈরি করে ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল টাকা আদায় করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই দুই রাজ্যে তল্লাশি চালিয়ে (বাংলা ও ওড়িশা ) আমেরিকার নোটারির জাল স্ট্যাম্প, ভুয়ো NRI শংসাপত্র ও আরও কিছু জাল নথি উদ্ধার করা হয়েছে। ইডির তরফে জানা গেছে, যে বিপুল পরিমাণ টাকার ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে দুই ব্যক্তি ও চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাও রয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে অফিশিয়ালি কোনও নাম প্রকাশ্যে আনা হয়নি।

–

–

–

–
–

–

–

–

–

–

–

–

–
