Saturday, May 17, 2025

হুগলির ‘ময়ূর গ্রাম’-এ অস্তিত্ব সংকটে জাতীয় পাখি! উদ্বেগে স্থানীয়রা

Date:

হুগলির(Hooghly) গান্ধীগ্রাম ‘ময়ূর গ্রাম'(Mayur Gram) নামে পরিচিত। কিন্তু সেখানেই বিপন্ন ময়ূর(Peacock)- অভিযোগ স্থানীয়রা। রাজহাট অঞ্চলের গান্ধীগ্রামে ময়ূরের(Peacock) অবাধ বিচারণ। বাড়ির ছাদ, বাগান বা রাস্তার ধারে ছোখে পড়ে ময়ূর-ময়ূরীর আনাগোনা। কিন্তু কিন্তু পরিবেশগত পরিবর্তন ও পাচারকারীদের কোপে জাতীয় পাখির অস্তিত্ব বিপন্ন।

স্থানীয় কল্যা পরিবার ও কয়েকজন গ্রামবাসীর প্রচেষ্টায় গান্ধীগ্রামে আসে ময়ূর। বনাঞ্চল থেকে মুক্তভাবে ঘুরে বেড়ানো ময়ূররা খাবারের ডাকে দলে দলে চলে আসে, কিন্তু বন্দি অবস্থায় থাকে না। অসুস্থ হলে তারা কল্যা পরিবারের আশ্রয়ে থাকে, আর সুস্থ হয়ে ফিরেও যায় নিজের জায়গায়।

গান্ধীগ্রামে ময়ূরের বংশবিস্তারের পিছনে আছে স্থানীয় ঐতিহ্য। রাজহাটের উত্তর পাড়ায় নীলমণি চক্রবর্তী(Nilmani Chakraborty) ও রায় পরিবারের বাড়ির গুটিকয়েক ময়ূর থেকেই এখানে ময়ূরের বংশবিস্তার শুরু। আম, কলা, বাঁশ বাগান ও কুন্তী নদীর আশেপাশের নিরিবিলি পরিবেশে ময়ূর সাচ্ছন্দ্যবোধ করলেও জনবসতির বিস্তার ও পাচারকারীদের ময়ূরের ডিম ও বাচ্চা চুরি তাদের বাসস্থানকে ক্রমশ নিরাপত্তাহীন করে তুলেছে। তবে কল্যা পরিবার, শিবদুর্গা ব্রতচারী মণ্ডলীর প্রচেষ্টায় এখনও টিকে আছে ময়ূরের অস্তিত্ব। কিন্তু পরিবেশের দ্রুত পরিবর্তন, বনভূমি ধ্বংস, কীটপতঙ্গের অভাব এবং খাবার সংকট ময়ূরদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। জল সংকট ও গরমে সানস্ট্রোকের মতো সমস্যায় প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে ময়ূররা।

স্থানীয় প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ গ্রামবাসীদের। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee) জানান, আগামী দিনে কীভাবে ময়ূরের অস্তিত্ব সংকট দূর করা যায় সে বিষয়ে পদক্ষেপ করবেন তিনি।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version