ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) তার দ্বিতীয় সিজন শুরু করতে তৈরি। বেঙ্গালুরুর মাটিতে বিরাটদের (Virat Kohli) মুখোমুখি কলকাতার রাহানেরা (RCB vs KKR)। ধারে ভারে এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পয়েন্টস টেবিলেও দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স-এর কাছে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। স্বাভাবিকভাবেই দুই দলের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উৎসাহিত সকলেই। কিন্তু আকাশের যা অবস্থা আর আবহাওয়ার পূর্বাভাস নিঃসন্দেহে ভ্রুকুটি বজায় রাখছে ক্রীড়া প্রেমীদের মনে।

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর আজ বেঙ্গালুরুর মাটিতে প্রথম খেলতে নামছেন কোহলি। তাঁর গায়ে যদিও আরসিবির জার্সি থাকবে কিন্তু দর্শকদের মনে টিম ইন্ডিয়ার কিং কোহলির আবেগ ভরপুর। স্টেডিয়ামের সকলে সাদা জার্সি পড়া থেকে শুরু করে কোহলির নামে জয়ধ্বনি দেওয়ার যে একগুচ্ছ পরিকল্পনা করেছেন তাতে জল ঢালার জন্য তৈরি বরুনদেব। শুক্রবার পর্যন্ত চিন্নাস্বামী স্টেডিয়ামকে (M. Chinnaswamy Stadium) দেখে মনে হয়েছে সুইমিং পুল। সকাল থেকে বৃষ্টির খবর মেলেনি, তবে খেলা যেহেতু রাতে তাই খুব একটা নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে শনিবার জিততেই হবে কেকেআরকে। আর অন্যদিকে রাহানেদের হারালেই প্লে-অফে জায়গা পাকা করে ফেলবে বেঙ্গালুরু। টুর্নামেন্টের এই ৫৮ তম ম্যাচ ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ চড়ছে

বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রিকেট এমনিতেই বিনোদনের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেছে। কিন্তু দেশের সামগ্রিক যা পরিস্থিতি তাদের শুধুমাত্র ক্রিকেট আকর্ষণকে অটুট রেখেই আইপিএলের বাকি টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে প্রতিযোগিতার দ্বিতীয় অংশ হতে পারে বিনোদনহীন। অর্থাৎ চিয়ার লিডার, ডিজে এবং গান বাজানোর আয়োজন না-ও থাকতে পারে। যদিও এই সংক্রান্ত কোনও নিশ্চিত খবর মেলেনি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।

–

–

–
–

–

–

–

–

–

–

–

–

–

–