Thursday, August 21, 2025

কলকাতায় সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ডুয়ার্সে ফিরতেই তৃণমূলের তরফে সংবর্ধনা দেওয়া হল জন বার্লাকে (John Barla)। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো-সহ প্রচুর মানুষের উপস্থিতিতে সংবর্ধনা (felicitation) পেয়ে আপ্লুত বার্লা।

জন বার্লা জানান, “বিজেপিতে থেকে দেখেছি কেন্দ্র থেকে শুধুই কাগজে কলমে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বলা হয়েছে কিন্তু আদতে কোনও কিছুই হয়নি। সাধারণ মানুষ একটা সুবিধাও পায়নি। না পাওয়া যায় মুদ্রা লোন না পাওয়া যায় কেন্দ্রের ঘোষণা করা চা বাগান শ্রমিকদের জন্য সুবিধা। যেখানে ডাবল ইঞ্জিন সরকার সেখানেই শুধুমাত্র নজর বিজেপির, বিজেপি তাদের প্রচারে বলে “সবকা সাথ সবকা বিকাশ” তাহলে কেন যে রাজ্যে বিজেপি নেই সেই রাজ্যকে সঠিক সুবিধা দেবে না কেন্দ্র! অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করছেন চা বাগান শ্রমিক থেকে শুরু করে আদিবাসী, নেপালি সমস্ত মানুষের জন্য। একেবারে তৃণমূল স্তরে কেন্দ্রীয় সাহায্য না মিললেও রাজ্য সরকার কিন্তু তাদের পাশে রয়েছে আর সেগুলো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। দিদি আমাকে সুযোগ দিয়েছেন মানুষের পাশে থাকবার আমি সেই কাজই করব।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আগে কেন্দ্রকে নোটিশ পাঠাক। কেন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কেন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। তারপর আমাকে নোটিশ পাঠাক। জেলে যেতে আমি ভয় পাই না, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে জেলে যেতে হলে জেলেই যাব।” এদিন ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার পথে প্রথমেই মালবাজারের বাড়ি এলাকায় তাকে সম্বর্ধনা জানানো হয়। এরপর বাগড়াকোড গ্রাম পঞ্চায়েতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে সংবর্ধনা দেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version