Saturday, May 17, 2025

JNU-এর পরে রুড়কি আইআইটি, বাতিল তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি

Date:

তুরস্কের সঙ্গে সব ধরনের বয়কটের পথে কেন্দ্রের মোদি সরকার। আরএসএস সাংগঠনিক নেতৃত্বের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক বিরোধিতা করার প্রস্তাব দেওয়ার পরে একের পর এক তুরস্কের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করার পথে ভারত। সেই পথে প্রথম বিশ্ববিদ্য়ালয় হিসাবে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের (Inonu University) সঙ্গে মউ বাতিল করেছিল জেএনইউ। এবার সেই একই পথে রুড়কি আইআইটি (Roorkee IIT)। শিক্ষার্থী ও শিক্ষকস্তরের আদানপ্রদান থেকে গবেষণার কাজে আর একসঙ্গে চলবে না এই দুই বিশ্ববিদ্য়ালয়, জানানো হল কর্তৃপক্ষের তরফে।

তুরস্কের সংবাদ মাধ্যম ব্লকের পথে হেঁটেও পিছিয়ে আসে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাবতীয় মউ (MoU) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার পথে হাঁটে। এবার একই পথে রুড়কি আইআইটি (Roorkee IIT)। দেশের মূল্যবোধকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে তুরস্কের (Turkey) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও রকম চুক্তি প্রতিপন্থী। সেই যুক্তিতেই চুক্তি বাতিলের পথে দেশের প্রথম সারির আইআইটি।

এই মউ-এর (MoU) মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী থেকে শিক্ষক আদান প্রদানের শর্তে আবদ্ধ ছিল দুই বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে ও গবেষণার ক্ষেত্রেও আলোচনার প্রেক্ষিতে এগোনোর কাজ চলত। তবে বর্তমান প্রেক্ষিতে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদ সমর্থক দেশকে সাহায্য করার সুবাদে তুরস্কের (Turkey) নীতি নিয়ে প্রশ্ন তুলেই চুক্তি বাতিলের পথে রুড়কি আইআইটি।

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version