Sunday, May 18, 2025

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

Date:

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের সুপারস্টার অভিনেতারা। এই পরিস্থিতিতে আবার হঠাৎ করেই আগমন অতীতের কৃষ্ণসার হরিণহত্যা মামলার ছায়ার। প্রায় আড়াই দশক আগের ঘটনা এখনও ব্যতিব্যস্ত করে রেখেছে, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার তারকাদের। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হয়ে দু-রাতের জন্য জেলের ভাত খেতে হয়েছিল সলমন খানকে (Salman Khan)। ২০২৫ সালে এসেও হুমকি চিঠি পাঠানো হচ্ছে তাঁকে। এখন আবার টার্গেট ওই সিনেমার দুই অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) এবং তাব্বু (তাবাসসুম ফাতিমা হাশমি)। শোনা যাচ্ছে হরিণ হত্যা মামলায় এই দুই তারকাকে রাজস্থানের নিম্ন আদালত ‘নির্দোষ’ বলে বেকসুর খালাস করার যে রায় দিয়েছিল, এবার তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজস্থান সরকার (Rajasthan Govt)।

আজ থেকে প্রায় সাতাশ বছর আগে যোধপুরে চলছিল ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং। সেখানে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। একই দায় বর্তায় সইফ আলি খান, তাব্বু, নীলম-সহ একাধিক তারকার উপরে। ২০১৮ সালের ৫ এপ্রিল বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সলমন খানের শাস্তি হয়। কিন্তু বেকসুর খালাস পান বাকি অভিনেতা- অভিনেত্রীরা। গত শুক্রবার (১৬ মে )বিচারপতি মনোজ কুমার গর্গের আদালতে এই মামলায় লিভ-টু-আপিল আবেদনের শুনানি হয়। তিনি বিষয়টিকে সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলির সাথে তালিকাভুক্ত করার নির্দেশ দেন। এর জেরেই ফের বিপাকে পড়তে চলেছেন সইফ ও তাব্বু, মনে করছে বিটাউন। যদিও দুজনের কারোর প্রতিক্রিয়া মেলেনি। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।

 

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version