Sunday, May 18, 2025

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

Date:

Share post:

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন ঘিরে এবার বিজেপির দাবীকে নস্যাত করলেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। মোহনবাগান নির্বাচনের সঙ্গে যে কোনওরকম রাজনৈতিক যোগ নেই, রবিবার সেই কথাই স্পষ্ট করে দিয়েছেন মোহনবাগানের সহ সভাপতি।

রাজ্যের বিরোধি শিবিরের তরফ থেকে হঠাত্ই মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন নিয়ে নানান বিরূপ মন্তব্য আসতে শুরু করেছিল। বিশেষ করে তাদের অভিযোগ যে মোহনবাগান ক্লাব নাকি এখন তৃণমূলের(TMC) কার্যালয়ে পরিণত হয়েছে। নির্বাচনের আগে এমন নানান কথাই দের তরফ থেকে আসতে শুরু করেছে। এদিন তারই জবাব দিলেন সবুজ-মেরুণ ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। তাঁর মতে মোহনবাগান ক্লাবে বরাবরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সদস্য হিসাবে দেখা গিয়েছে। ক্লাব করার সময় সেখানে কোনওরকম রাজনৈতিক পরিচয় থাকে না, সকলেই তখন মোহনবাগান সদস্য হিসাবেই কাজ করেন। বিরোধিদের তকফে এমন কথা যে একেবারেই ভুল তা বলতেও দ্বিধা করেননি সহ সভাপতি কুণাল ঘোষ।

মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ জানিয়েছেন, “এটা একেবারেই ঠিক নয়, কারণ কলকাতা ময়দানে ফুটবল সহ সমস্ত খেলাতেই ক্রীড়াপ্রেমী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুগে যুগে অংশগ্রহণ এটা কিন্তু কোনও অবস্থাতেই নতুন নয়। এখানে সিপিএম আছে, বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে। যারা থাকেন, মূলত ক্লাবগুলো যখন করতে যান সেই সময় দলের পরিচয়টা রাখেন না। ফলে এগুলো যদি বিজেপির তরফ থেকে মোহনবাগান নির্বাচন নিয়ে বলা হয়ে থাকে, এটা সম্পূর্ণ ভুল বলা হচ্ছে। কারণ সক্রিয়ভাবে যিনি বিজেপির প্রচারে থাকেন সেরম একজন তো বর্তমান যিনি সচিব তাঁর সমর্থণে প্রকাশ্যে প্রচার করছেন। তিনি তো বিজেপির। ফলে ব্যাপারটা তো এরকম নয় যে বিজেপি বলবে মোহনবাগান মানে তৃণমূলের, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। নিশ্চই তৃণমূলের নেতা, নেত্রী, বহু সমর্থক তারা আবার মোহনবাগানেরও সমর্থক। অন্য দলের সমর্থকও তো মোহনবাগানে রয়েছে”

কুণাল ঘোষ আরও বলেন, “এটাআপনি কী করে অস্বীকার করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্তীর অরূপ বিশ্বাস শুধুমাত্র মোহনবাগান নয়, সবকটি বড় ক্লাবকে পরিকাঠামো তৈরি করা, ফ্লাডলাইট তৈরি করা। অন্যান্য সারা বাংলার ক্লাবগুলোকে যে পরিমান সাহায্য করেছে, এটা কোনও যুগে কোনও সরকার কেউ করেনি। ফলে এখন শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে কোনও লাভ আছে”

অর্থাৎ মোহনবাগান নির্বাচনের সঙ্গে রাজনীতির যে কোনওরকম সম্পর্ক নেই, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন সবুজ-মেরুন সহ সভপাতি।

spot_img

Related articles

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...