Saturday, August 23, 2025

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

Date:

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে পারলেন না রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। কার্যত দ্রাবিড়ের কাঠগড়ায় রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের হারের পর দলের বোলিংকেই দুষছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।  ব্যাটারদের নিয়ে সমালোচনা হলেও রাহুল দ্রাবিড় কিন্তু তাদেরকে একেবারেই দোষ দিতে নারাজ। তাঁর মতে এবারে রাজস্থান রয়্যালসের খারাপ বোলিং এবং ফিল্ডিংই তাদের ব্যর্থদার পিছনে প্রধান কারণ। সেদিকেই আগামী মরসুমে নজর দেওয়ার বার্তা দ্রাবিড়ের।

এই মুহূর্তে লিগ টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও পঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থানের রয়্যালস বাহিনী। সেই ম্যাচে হারের পরই আর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি রাহুল দ্রাবিড়। স্বভাবত সমালোচনা তাঁর মুখ থেকে শোনা যায় না। কিন্তু এবার ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষলেন তিনি। চলতি আইপিএলে বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের ওপর লক্ষ্য তাড়া করতে  হয়েছিল রাজস্থান রয়্যালসকে।

দ্রাবিড়ের মতে শেষ ম্যাচের পিচ নাকি ২২০-এর মতো একেবারেই ছিল না। কিন্তু সেটাই হয়েছে। বোলারদের খারাপ বোলিংই যে এরজন্য দায়ী তা মানতে কোনও দ্বিধা নেই দ্রাবিড়ের। এই প্রসঙ্গে ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, “ব্যাটারদের দোষ দেওয়ার কোনও মানেই হয় না। এই ম্যাচের পিচ কখনোই ২২০ রান হওয়ার মতো ছিল না। ১৯৫ থেকে ২০০ রান হলে ঠিক ছিল। সেখানেই আমরা ২০ রানের মতো অতিরিক্ত রান দিয়েছি। যদি গোটা মরসুমের দিকে তাকানো যায় দেখা যাবে আমরা একেবারেই ভালো বোলিং করতে পারিনি। উইকেট যেমন তুলতে পারিনি, তেমন রানও আটকাতে পারিনি”।

বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কথাও শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের মুখে। এই মরসুমে রাজস্থান রয়্যালসের দৌড় কার্যত শেষ হয়ে গিয়েছে। আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটা জিতেই হয়ত লিগ শেষ করতে চাইবেন সঞ্জু স্যামসনরা। আগামী মরসুমে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাহুল দ্রাবিড়।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version