Monday, May 19, 2025

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

Date:

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে পারলেন না রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। কার্যত দ্রাবিড়ের কাঠগড়ায় রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের হারের পর দলের বোলিংকেই দুষছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।  ব্যাটারদের নিয়ে সমালোচনা হলেও রাহুল দ্রাবিড় কিন্তু তাদেরকে একেবারেই দোষ দিতে নারাজ। তাঁর মতে এবারে রাজস্থান রয়্যালসের খারাপ বোলিং এবং ফিল্ডিংই তাদের ব্যর্থদার পিছনে প্রধান কারণ। সেদিকেই আগামী মরসুমে নজর দেওয়ার বার্তা দ্রাবিড়ের।

এই মুহূর্তে লিগ টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও পঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থানের রয়্যালস বাহিনী। সেই ম্যাচে হারের পরই আর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি রাহুল দ্রাবিড়। স্বভাবত সমালোচনা তাঁর মুখ থেকে শোনা যায় না। কিন্তু এবার ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষলেন তিনি। চলতি আইপিএলে বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের ওপর লক্ষ্য তাড়া করতে  হয়েছিল রাজস্থান রয়্যালসকে।

দ্রাবিড়ের মতে শেষ ম্যাচের পিচ নাকি ২২০-এর মতো একেবারেই ছিল না। কিন্তু সেটাই হয়েছে। বোলারদের খারাপ বোলিংই যে এরজন্য দায়ী তা মানতে কোনও দ্বিধা নেই দ্রাবিড়ের। এই প্রসঙ্গে ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, “ব্যাটারদের দোষ দেওয়ার কোনও মানেই হয় না। এই ম্যাচের পিচ কখনোই ২২০ রান হওয়ার মতো ছিল না। ১৯৫ থেকে ২০০ রান হলে ঠিক ছিল। সেখানেই আমরা ২০ রানের মতো অতিরিক্ত রান দিয়েছি। যদি গোটা মরসুমের দিকে তাকানো যায় দেখা যাবে আমরা একেবারেই ভালো বোলিং করতে পারিনি। উইকেট যেমন তুলতে পারিনি, তেমন রানও আটকাতে পারিনি”।

বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কথাও শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের মুখে। এই মরসুমে রাজস্থান রয়্যালসের দৌড় কার্যত শেষ হয়ে গিয়েছে। আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটা জিতেই হয়ত লিগ শেষ করতে চাইবেন সঞ্জু স্যামসনরা। আগামী মরসুমে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাহুল দ্রাবিড়।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version