Friday, November 14, 2025

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

Date:

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই তাদেরকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে দেখতে শুরু করেছেন। সেই বেঙ্গালুরু শিবিরেই বড়সড় ধাক্কা। আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সেরা তারকা বোলার লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। সেই জায়গাতেই জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে(Blessing Muzarbani) দলে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। কিন্তু এনগিডির অভাব তিনি মেটাতে পারবেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঝে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার ফলেই সমস্ত হিসাবটা বদলে গিয়েছিল। একসময় অজি ক্রিকেটারদের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। কিন্তু একটি ম্যাচ খেলার পরই এবার দেশে ফিরে যেতে হচ্ছে এনগিডিকে।

সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল(WTC Final)। আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই এবার দেশে ফিরে গিয়েছেন এই তারকা প্রোটিয়া পেসার। সেই জায়গাতেই এবার জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী কয়েকটা ম্যাচ তাঁকেই দেখা যাবে বিরাটদের দলের জার্সিতে।

জিম্বাবোয়ের হয়ে এখনও পর্যন্ত ৭১টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারবানি(Blessing Muzarbani)। সেখানে তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ৭৮টি। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওডিআই খেলেছেন মুজারবানি। বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়েই ব্লেসিং মুজারবানিকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version