Monday, May 19, 2025

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই তাদেরকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে দেখতে শুরু করেছেন। সেই বেঙ্গালুরু শিবিরেই বড়সড় ধাক্কা। আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সেরা তারকা বোলার লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। সেই জায়গাতেই জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে(Blessing Muzarbani) দলে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। কিন্তু এনগিডির অভাব তিনি মেটাতে পারবেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঝে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার ফলেই সমস্ত হিসাবটা বদলে গিয়েছিল। একসময় অজি ক্রিকেটারদের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। কিন্তু একটি ম্যাচ খেলার পরই এবার দেশে ফিরে যেতে হচ্ছে এনগিডিকে।

সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল(WTC Final)। আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই এবার দেশে ফিরে গিয়েছেন এই তারকা প্রোটিয়া পেসার। সেই জায়গাতেই এবার জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী কয়েকটা ম্যাচ তাঁকেই দেখা যাবে বিরাটদের দলের জার্সিতে।

জিম্বাবোয়ের হয়ে এখনও পর্যন্ত ৭১টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারবানি(Blessing Muzarbani)। সেখানে তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ৭৮টি। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওডিআই খেলেছেন মুজারবানি। বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়েই ব্লেসিং মুজারবানিকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version