ফের গাইসালে ট্রেন (Train) দুর্ঘটনা। মঙ্গলবার, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে (Engine) আগুন ধরে যায়। গাইসালে নর্থ কেবিনের কাছে আগুন দেখে তৎক্ষণাৎ চালককে ফোন করেন গার্ড (Guard)। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আতঙ্কে ট্রেন (Train) থেকে নেমে পড়েন যাত্রীরা। এর জেরে গুঞ্জরিয়ায় থমকে যায় রাজধানী এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন ধরল খতিয়ে দেখা হচ্ছে।

ফের গাইসালে ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন ধরে যায়। গাইসালে নর্থ কেবিনের কাছে আগুন দেখে তৎক্ষণাৎ চালককে ফোন করেন গার্ড। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এর জেরে গুঞ্জরিয়ায় থমকে যায় রাজধানী এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন ধরল খতিয়ে দেখা হচ্ছে।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গাইসালে স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। ২৫ বছর আগে এই গাইসাল স্টেশনেই ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এদিন শিলিগুড়ি মালদা ডেমু ট্রেনের ইঞ্জিনটিতে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছাড়ায়। গাইসাল নর্থ কেবিনের কাছে চার নম্বর লাইনে ট্রেনটি ঢোকার সময় ধোঁয়া বেরোতে দেখেন ট্রেনের ম্যানেজার। দ্রুত খবর দেওয়া হয় অন্যান্য স্টাফদের। পাশাপাশি ইমার্জেন্সি ব্রেক কষে সুরক্ষিত ভাবে ট্রেনটিকে থামিয়ে দেন চালক। আহত হননি কেউ। তবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। বিহার থেকেও আসে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়ে এই রুটের বেশ কয়েকটি ট্রেন।

–

–
–

–
–

–

–

–

–

–
