কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে বিপত্তি। বাঁধের বেশ কয়েক ফুট ভেঙে যাওয়ায় স্লুইস গেটও ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে সেই ভাঙন নিয়ে রাজনীতি শুরু করেছেন বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা সুকান্তকে ইঞ্জিনিয়ার কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) । সেক্ষেত্রে বিজেপি রাজ্যগুলিতে একের পর এক সেতু ভাঙার সমস্যা সমাধানের দাবি করেন তিনি সুকান্তর কাছে।

আত্রেয়ী নদীর উপর বাঁধ ফেব্রুয়ারি মাসে একবার ভেঙেছিল। এরপর সোমবার রাতে প্রবল জলের তোড়ে নিচু বাঁধ ভেঙে স্লুইস গেটের একাংশ হেলে পড়ে। দ্রুত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়। তা সত্ত্বেও নিছক রাজনীতি করার জন্য সুকান্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রাজনীতি শুরু করেন। রাজনীতির পারদ চড়াতে ঘটনাস্থল পরিদর্শনেও যান তিনি মঙ্গলবার। রাজ্যের ইঞ্জিনিয়ারদের (engineer) সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেখানেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja)। তিনি প্রশ্ন করেন, আপনি যে ইঞ্জিনিয়ার (engineer) জানা ছিল না। তবে কেন মোরবি সেতু বিপর্যয় থেকে সম্প্রতি দিল্লির সুকান্ত নগর মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার সমাধান করলেন না। কার্যত বিজেপি যে নির্মাণগুলি নিয়ে গর্ব করে, সেগুলির ভেঙে পড়া চেহারা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী।

–

–

–
–

–
–

–

–

–

–

–
