জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

Date:

Share post:

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে বিপত্তি। বাঁধের বেশ কয়েক ফুট ভেঙে যাওয়ায় স্লুইস গেটও ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে সেই ভাঙন নিয়ে রাজনীতি শুরু করেছেন বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা সুকান্তকে ইঞ্জিনিয়ার কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) । সেক্ষেত্রে বিজেপি রাজ্যগুলিতে একের পর এক সেতু ভাঙার সমস্যা সমাধানের দাবি করেন তিনি সুকান্তর কাছে।

আত্রেয়ী নদীর উপর বাঁধ ফেব্রুয়ারি মাসে একবার ভেঙেছিল। এরপর সোমবার রাতে প্রবল জলের তোড়ে নিচু বাঁধ ভেঙে স্লুইস গেটের একাংশ হেলে পড়ে। দ্রুত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়। তা সত্ত্বেও নিছক রাজনীতি করার জন্য সুকান্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রাজনীতি শুরু করেন। রাজনীতির পারদ চড়াতে ঘটনাস্থল পরিদর্শনেও যান তিনি মঙ্গলবার। রাজ্যের ইঞ্জিনিয়ারদের (engineer) সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেখানেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja)। তিনি প্রশ্ন করেন, আপনি যে ইঞ্জিনিয়ার (engineer) জানা ছিল না। তবে কেন মোরবি সেতু বিপর্যয় থেকে সম্প্রতি দিল্লির সুকান্ত নগর মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার সমাধান করলেন না। কার্যত বিজেপি যে নির্মাণগুলি নিয়ে গর্ব করে, সেগুলির ভেঙে পড়া চেহারা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী।

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

ঠাকুর দেখে ফেরার পথে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত ১

নদিয়া থেকে কলকাতায় ঠাকুর দেখার আনন্দ ছিল অপার। পুজোর ভিড় এড়াতে চতুর্থীতে মহানগরীতে প্যান্ডেল প্রতিমা দর্শনে গেছিলেন নদিয়ার...

চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত অন্তত ৩

পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত...

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও...