Tuesday, May 20, 2025

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

Date:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, তাদের পাশে দাঁডানোরই বার্তা দিয়েছেন লখনউয়ের এই কর্ণধার। সামনে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেটা জিতেই গর্বের সঙ্গে এবারের আইপিএল যাত্রাটা শেষ করার বার্তা লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)।

এবারের আইপিএলে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কের পদেও বসানো হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে নানান সমালোচনাও চলছে। যদিও সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। গত মরসুমে কেএল রাহুলের ব্যর্থতার পর বিরক্ত প্রকাশ করলেও, এবার অবশ্য তেমন কিছু হয়নি। বরং দলের খারাপ পারফরম্যান্সের পর পন্থ সহ বাকি ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “মরসুমের এই দ্বিতীয় পর্বটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখান থেকেই অনেককিছু শেখার মতো রয়েছে। পরিশ্রম, স্পিরিট এবং এক্সিলেন্স আমাদের অনেককিছু রসদ জুগিয়েছে। আর দিটো ম্যাচ বাকি রয়েছে আমাদের। সেখানেই আরও শক্তিশালী ও গর্বের সঙ্গে যাত্রা শেষ করতে হবে”।

এবারের লখনউ সুপারজায়ান্টস একেবারেই আশানারূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তিনিও ব্যর্থই হয়েছেন। এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...

কেন্দ্রের মিথা প্রতিশ্রুতি! চা-শ্রমিকদের জন্য পরিষেবার ডালি মুখ্যমন্ত্রীর

ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় বিজেপি। তারপর সব ভাঁওতা। উত্তরবঙ্গের চা বাগান নিয়েও বিজেপির এক নেতা বলেছিলেন,...

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ! ক্লোজ বরানগর থানার ASI-সিভিক ভলান্টিয়ার 

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ বারাকপুর কমিশনারেটের। ঘটনায় অভিযুক্ত বরানগর থানার এক এএসআই...
Exit mobile version