Wednesday, November 5, 2025

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

Date:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, তাদের পাশে দাঁডানোরই বার্তা দিয়েছেন লখনউয়ের এই কর্ণধার। সামনে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেটা জিতেই গর্বের সঙ্গে এবারের আইপিএল যাত্রাটা শেষ করার বার্তা লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)।

এবারের আইপিএলে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কের পদেও বসানো হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে নানান সমালোচনাও চলছে। যদিও সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। গত মরসুমে কেএল রাহুলের ব্যর্থতার পর বিরক্ত প্রকাশ করলেও, এবার অবশ্য তেমন কিছু হয়নি। বরং দলের খারাপ পারফরম্যান্সের পর পন্থ সহ বাকি ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “মরসুমের এই দ্বিতীয় পর্বটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখান থেকেই অনেককিছু শেখার মতো রয়েছে। পরিশ্রম, স্পিরিট এবং এক্সিলেন্স আমাদের অনেককিছু রসদ জুগিয়েছে। আর দিটো ম্যাচ বাকি রয়েছে আমাদের। সেখানেই আরও শক্তিশালী ও গর্বের সঙ্গে যাত্রা শেষ করতে হবে”।

এবারের লখনউ সুপারজায়ান্টস একেবারেই আশানারূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তিনিও ব্যর্থই হয়েছেন। এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...
Exit mobile version