Tuesday, May 20, 2025

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

Date:

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের গণতন্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়নি বলেই যে কোনও ইস্যুতে পথে নেমে আন্দোলনে সাম্প্রতিক সময়ে বিরোধীদের উস্কানি বারবার দেখা গিয়েছে। যেখানে চিকিৎসকদের সামিল হওয়া নিয়েও বারবার রাজ্যের তরফে সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও এন আর এস মেডিক্যাল কলেজে (NRS Medical Collega and Hospital) গরহাজির চিকিৎসকরা। তা নিয়ে এবার শোকজ নোটিশ পাঠাল জাতীয় মেডিক্যাল কমিশন।

৮টি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন। বলা হয়েছে, এনআরএস-এ (NRS Medical College and Hospital) মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা নিয়ে অনেক গরমিল আছে। কয়েক কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডাক্তার, অধ্যাপক ও কর্মচারীদের জন্য একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করেছে।

অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিউটি শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পর ফেস বায়োমেট্রিক (face biometric) বাধ্যতামূলক। বায়োমেট্রিকে হাজিরা না দিলে সেই চিকিৎসক বা অধ্যাপককে অনুপস্থিত ধরা হবে। এছাড়াও, ছুটির জন্য আগে থেকে আবেদন জানাতে হবে। নিয়ম না মেনে ছুটি নিলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে যে নোটিশ পাঠানো হয়েছে এন আর এস কর্তৃপক্ষকে সেখানে বেশ কিছু গরমিল নিয়ে অভিযোগ তোলা হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও সঠিক তথ্য নেই। এমবিবিএস পরীক্ষাও সঠিক নিয়ম-শৃঙ্খলা মেনে নেওয়া হচ্ছিল না, এমন অভিযোগও তোলা হয়েছে। চিকিৎসকদের সঠিক নিয়মে ডিউটি ও হাজিরা সংক্রান্ত নিয়মে রাশ টেনে এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের পথে এন আর এস কর্তৃপক্ষ।

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...
Exit mobile version