Thursday, August 28, 2025

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

Date:

মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর প্রেক্ষিতে দলনেত্রীকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্রতিনিধি দলে অভিষেকের নাম মনোনীত করেন দলনেত্রী মমতা।

পহেলগাম হামালা ও পরবর্তী সংঘর্ষের প্রেক্ষিতে পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সম্প্রতি সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করে কেন্দ্র। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। কিন্তু পরে দলের তরফে থেকে জানানো হয়েছে ইউসুফ যাচ্ছেন না। এই বিষয়ে সোমবার তৃণমূল সভানেত্রী বলেন, মাদার পার্টির কাছে এই প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্রের তরফে কোনও অনুরোধ আসেনি। উষ্মা প্রকাশ করে মমতা বলেন, এখন তারা (কেন্দ্র) রাজনৈতিক দলকে না জানিয়ে সংসদীয় কমিটিতে জানাচ্ছে। তৃণমূল নেত্রী স্পষ্ট জানান, “তারা নিজেরাই সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তারা অনুমোদন করছেন না। কোন প্রতিনিধি যাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যদি তারা অনুরোধ করে তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে।” অভিষেকও জানান, “কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।”
আরও খবর: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেণ রিজিজু। সেখানেই দলনেত্রী প্রতিনিধি দলে অভিষেকের নাম জানান। এর পরেই এই খবর জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “’অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র নাম মনোনীত করলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee”।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version