মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি জানান, কিছু রাজনৈতিক দলের উস্কানিতে এই বিক্ষোভ আরও বিশৃঙ্খল হয়ে উঠছে। সরকারি আধিকারিকদের আটকে রাখা এবং বিক্ষোভকারীদের কার্যকলাপে আদালত অবমাননার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্য ইতিমধ্যেই রিভিউ পিটিশন দায়ের করেছে। এখনও পর্যন্ত কাউকে অযোগ্য বলা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। এই দায়িত্ব শিক্ষকরাও এড়াতে পারেন না।”

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেছেন। একাধিকবার আলোচনায় বসেছেন বিক্ষোভকারীদের সঙ্গে। অনেকেই ইতিমধ্যেই কাজে ফিরেছেন।

ব্রাত্য বসুর দাবি, “কিছু ব্যক্তি আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু শিক্ষক সমাজকে বুঝতে হবে, সরকার তাদের পাশে রয়েছে এবং আইনি পথে সমস্যা মেটানোর চেষ্টা করছে। সরকারের পাশে থাকুন, সহযোগিতা করুন।” এই বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের কাছে শান্তিপূর্ণ ও যুক্তিপূর্ণ পথে ফিরে আসার আবেদন জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন – পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

_
_

_
_

_

_

_

_

_

_
